AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rath Yatra: ‘২ লাখের ভিড়’ সামলাতে উচ্চ পর্যায়ের বৈঠকে পুলিশ, দিঘায় হয়ে গেল রথের ট্রায়াল রান

Rath Yatra: রথের দিন ব্যাপক জনসমাগমের আশা করছে মন্দির কর্তৃপক্ষ। প্রায় ২ লক্ষ ভক্তের ঢল নামতে পারে দিঘায়। আসতে পারেন অনেক বিদেশি পর্যটকও। সে কারণেই স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে।

Rath Yatra: ‘২ লাখের ভিড়’ সামলাতে উচ্চ পর্যায়ের বৈঠকে পুলিশ, দিঘায় হয়ে গেল রথের ট্রায়াল রান
উচ্চ পর্যায়ের বৈঠকে পুলিশ Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 20, 2025 | 6:38 PM
Share

দিঘা: হাতে আর ক’টা দিন। যদিও স্নানযাত্রার আগে থেকেই পুরোদমে শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। রথযাত্রার আগে দিঘায় হয়ে গেল উচ্চ পর্যায়ের বৈঠক। ৫০ বিদেশি-সহ দু’লক্ষের সমাগমের দাবি ইসকন কর্তার। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সিসিটিভি ও ওয়াচ টাওয়ারে চলবে নজরদারি, বললেন পুলিশ সুপার। একইসঙ্গে এদিন পরীক্ষামূলকভাবে চলল রথের ট্রায়াল। 

এদিন বেলার দিকে পরীক্ষামূলকভাবে দিঘার জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তায় তিনটি রথকে পরীক্ষামূলকভাবে টানা হয়। পথে কোনও সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্যই এই প্রস্তুতি বলে জানিয়েছেন দিঘা জগন্নাথ ধামের দায়িত্বপ্রাপ্ত ইসকন সহ সভাপতি রাধারমন দাস। তিনি বলছেন, স্নানযাত্রার পর জগন্নাথ দেব এখন শয়নে রয়েছেন। তাই মন্দির দর্শন করলেও মূর্তি দর্শন করতে পারছেন না ভক্তরা। কিন্তু, ২৬ তারিখ থেকে ফের জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে। 

অন্যদিকে রথের দিন ব্যাপক জনসমাগমের আশা করছে মন্দির কর্তৃপক্ষ। প্রায় ২ লক্ষ ভক্তের ঢল নামতে পারে দিঘায়। আসতে পারেন অনেক বিদেশি পর্যটকও। সে কারণেই স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। এদিন তা নিয়ে বৈঠকে বসলেন পুলিশ কর্তারা। ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, হিডকোর ভাইস চেয়ারম্যান হরি কৃষ্ণ দ্রিবেদী, জেলা শাসক পূর্ণেন্দু মাজি, জেলা পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।