Purbo Medinipur: স্ত্রীকে একটা ফোন, স্রেফ একটা চালেই ব্যাঙ্কের প্রায় ৪০ লক্ষ টাকা ‘লুটে’ নিলেন এই কর্মী , জানেন কীভাবে?

Purbo Medinipur: একটি বেসরকারি ব্যাঙ্কের প্রায় ৪০ লক্ষ টাকা বিভিন্ন এটিএমে ভরা দায়িত্ব ছিল একটি সংস্থার হাতে। সেই সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন বুদ্ধদেব জানা। পুলিশের দাবি, তিনি এই ঘটনার মূল চক্রী। ক্যাশভ্যানের টাকা লুঠ করার সমস্ত ছক তিনি আগে থেকেই কষে রেখেছিলেন।

Purbo Medinipur: স্ত্রীকে একটা ফোন, স্রেফ একটা চালেই ব্যাঙ্কের প্রায় ৪০ লক্ষ টাকা 'লুটে' নিলেন এই কর্মী , জানেন কীভাবে?
গ্রেফতার অভিযুক্ত কর্মী ও তাঁর স্ত্রীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2024 | 6:39 PM

পূর্ব মেদিনীপুর: এটিএম-এর সামনে ক্যাশ ভ্যান থেকে লুঠ নগদ ১৮ লক্ষ টাকা। পুলিশ ইতিমধ্যেই ওই ভ্যানের সশস্ত্ররক্ষী, তাঁর স্ত্রী এবং এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ।  ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রাধামনিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বৃহস্পতিবার রাধামনিতে একটি এটিএম কাউন্টারের সামনে ভ্যান দাঁড় করিয়ে টাকা ঢোকানো হচ্ছিল। সেই সময়ই অসুস্থতার ভান করে চালককে ওষুধ কিনতে পাঠান গাড়ির রক্ষী। অভিযোগ, এরপরই ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেন। শুক্রবার ধৃত তিনজনকে তমলুক সিজিএম আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্কের প্রায় ৪০ লক্ষ টাকা বিভিন্ন এটিএমে ভরা দায়িত্ব ছিল একটি সংস্থার হাতে। সেই সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন বুদ্ধদেব জানা। পুলিশের দাবি, তিনি এই ঘটনার মূল চক্রী। ক্যাশভ্যানের টাকা লুঠ করার সমস্ত ছক তিনি আগে থেকেই কষে রেখেছিলেন। কোথায় গাড়ি কোন সময়ে এসে পৌঁছবে ফোনে আগে থেকেই স্ত্রীকে জানিয়ে রেখেছিলেন তিনি। স্ত্রী অলকা ছাড়াও বুদ্ধদেবের পার্টনার ছিলেন রাম পদসিং।

পুলিশ তদন্তে জানতে পেরেছে, পূর্ব পরিকল্পনা মতোই ওষুধ কেনার ভান করে গাড়ির রক্ষীকে ওষুধ কিনতে পাঠিয়েছিলেন বুদ্ধদেব। আর সেই সময়ে স্ত্রী ও পার্টনারকে ডেকে নেন। অভিযোগ, চালক গাড়ি থেকে নেমে গেলেই টাকা ভর্তি ব্যাগ নিয়ে বুদ্ধদেব তাঁর স্ত্রীর হাতে দেন। যদিও শেষ রক্ষা হয়নি।

ক্যাশভ্যানের মধ্যে সিসিটিভি ক্যামেরা থাকে। সেই সূত্র ধরেই তদন্তে নামে পুলিশ। তবে তদন্তকারীরা জানাচ্ছেন,  ক্যাশভ্যান থেকে ওই টাকা হাতানোর গোটা বিষয়টাও ক্যামেরাবন্দি হয়েছে। টাকা লুঠ হওয়ার ঘটনা ভ্যানে থাকা অন্যান্য রক্ষীরা সংশ্লিষ্ট দফতরের শীর্ষ স্তরে জানান। তমলুক থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ময়না থেকে ওই তিনজনকে গ্রেফতার করে।  তাঁদেরকে আদালতে পেশ করা হয়েছে।