AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purbo Medinipur: কলেজের ভূমিদাতাদের ক্ষোভের মুখে তৃণমূল নেতা, উত্তপ্ত খেজুরি

Purbo Medinipur: জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন জমিদাতারা।

Purbo Medinipur: কলেজের ভূমিদাতাদের ক্ষোভের মুখে তৃণমূল নেতা, উত্তপ্ত খেজুরি
খেজুরিতে বিক্ষোভ
| Edited By: | Updated on: Sep 02, 2022 | 7:42 AM
Share

পূর্ব মেদিনীপুর: কলেজের ভূমিদাতাদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের জেলা সভাপতি। কলেজের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানকে ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরে খেজুরি। জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখালেন জমিদাতারা। খেজুরির পুলিশের সামনেই হেনস্তার শিকার হলেন তৃণমূলের জেলা সভাপতি তথা এগরা বিধায়ক। নিরাপত্তা নিয়েও উঠল প্রশ্ন। এই বিক্ষোভের উস্কে দিল ২০০৭ সালের জমির আন্দোলনের স্মৃতিও। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কার্যত নাজেহাল খেজুরি থানার পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে কার্যত ব্যর্থ হয় খেজুরি থানার কর্তব্যরত ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ও পুলিশ বাহিনী। রাজ্যের মন্ত্রী অখিল গিরি অনুষ্ঠান শেষ করে বেরিয়ে গেলেও ভূমিদাতাদের বিক্ষোভের মুখে পড়ে যায় কাঁথি সাংগঠনীক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এগরা বিধায়ক অরুণ কুমার মাইতি। তুমুল বিক্ষোভের ব্যাপক উওেজনা সৃষ্টি হয়।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার পূর্ব মেদনীপুরে খেজুরি কলেজের প্রতিষ্ঠা দিবস পালন আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। সূত্রের খবর, ২৪ বছর আগে বামফ্রন্ট আমলে এই কলেজটি তৈরি হয়েছিল। তৃণমূল সরকার আমলে কলেজটি সম্প্রসারণের জন্য স্থানীয় চাষিদের কাজ জমি নেওয়া হয় বলে অভিযোগ। তাঁদের চাকুরি ও দাম দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়।

তৎকালীন খেজুরির বেশ কয়েকজন বাসিন্দা কলেজকে জমি দেন। তখনই কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন তাঁদের ন্যায্য দাম ও কর্ম সংস্থান করবে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার মাইতি, জেলা সহকারি সভাধিপতি শেখ সুফিয়ান একাধিক পদাধিকারীরা।

অনুষ্ঠান শুরুর পর থেকেই কলেজের বাইরে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে জমায়েত হয় বেশ কয়েকজন জমিদাতারা। তাঁদের অবিলম্বে ন্যায্য জমির দাম দিতে হবে ও কলেজে কর্মসংস্থানে দিতে হবে। হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে কলেজের অনুষ্ঠান ভবনে ঢুকতে গেলে খেজুরি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা বাধা দেন। তখনই পুলিশের সঙ্গে ভূমিদাতাদের ধস্তাধস্তি শুরু হয়।

কাঁথি সংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি তথা এগরা বিধায়ক তরুণ কুমার মাইতিকে অনুষ্ঠান থেকে বেরোনোর সময় ঘিরে ধরেন জমিদাতারা। বিধায়ককে ঘিরেই বিক্ষোভ দেখান তাঁরা। নিজেদের দাবিদাওয়া জানাতে থাকেন।

‘টাকা চাই-কাজ চাই’ স্লোগান দিতে থাকেন জমিদাতারা। দীর্ঘক্ষণ জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে আরেকপ্রস্থ ধস্তাধস্তি শুরু হয় জমিদাতাদের। জেলা সভাপতি অবশ্য বিক্ষোভকারীদের আশ্বাস দিয়েছেন।

বিক্ষোভকারী এক জমিদাতা বলেন ” জোর করে জমি নেওয়া হয়েছিল। তখনই জানানো হয় টাকা ও কাজ দেওয়া হবে। কিন্তু কোন কিছুই দেয়নি। এর বিচার চাই।”

কাঁথি সাংগঠনিক তৃনমূল কংগ্রেস জেলা সভাপতি তথা এগরা বিধায়ক তরুণ কুমার মাইতিকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন তোলেননি। তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন “পরিস্থিতি নিয়ন্ত্রণে। আর এই নিয়ে বেশি কিছু বলতে পারব না।”