AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purbo Medinipur: জেলার মহিলার নিরাপত্তার স্বার্থে তৈরি হচ্ছে উইনার্স টিম, বাড়ছে থানায় মহিলা পুলিশ কর্মীর সংখ্যাও! ঘোষণা পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার

Purbo Medinipur: স্পেশাল মহিলা পুলিশ ডেস্ক থানা গুলিতে জানালেন জেলা পুলিশ- সুপার অমরনাথ কে। আন্তর্জাতিক নারী দিবসে কাঁথি থানায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Purbo Medinipur: জেলার মহিলার নিরাপত্তার স্বার্থে তৈরি হচ্ছে উইনার্স টিম, বাড়ছে থানায় মহিলা পুলিশ কর্মীর সংখ্যাও!  ঘোষণা পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার
জেলায় উইনার্স টিম
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 1:53 PM
Share

পূর্ব মেদিনীপুর: জেলার একটা তৈরি হচ্ছে উইনার্স টিম স্কোয়াট,সব থানায় মহিলার সংখ্যা বাড়ানোর ভাবনা। দিঘা,কাঁথি ও হলদিয়াতে রয়েছে বাহিনী। স্পেশাল মহিলা পুলিশ ডেস্ক থানা গুলিতে জানালেন জেলা পুলিশ- সুপার অমরনাথ কে। আন্তর্জাতিক নারী দিবসে কাঁথি থানায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)মানব সিংলা, মহকুমা পুলিশ সুপার সোমনাথ সাহা, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না, ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, কাঁথি থানার আই সি অমলেন্দু বিশ্বাস, মন্দারমনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুষ্কা মাইতি, কাঁথি মহিলা থানার ওসি রুমা মন্ডল সহ বিশিষ্ট জনের। এদিনের অনুষ্ঠানে যান সমাজের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত মহিলা, যেমন শিক্ষিকা,কাউন্সিলর, সমাজসেবী, টোটো চালক,আটো চালকরা। তাঁদের সম্মান জানানো হয়। পাশাপাশি আগামী দিনে তৈরি করা হবে আরও মহিলা কেন্দ্রীক বাহিনীও, জানান পুলিশ সুপার।

শ্রী অমরনাথ কে বলেন, “জেলা পুলিশের তরফে অনেক জায়গাতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। একাধিক কর্মসূচি যেমন স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা প্রচার করা হয়েছে। গত এক বছরে মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছু কিছু বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একটা হচ্ছে উইনার্স টিম। দিঘা,শংকরপুর,মন্দারমনি, তাজপুরে এই টিমের নজরদারি রয়েছে। পাশাপাশি কাঁথি ও হলদিয়াতেও রয়েছে। এছাড়া স্পেশাল মহিলা পুলিশ ডেস্ক থানাগুলিতে বাড়ানো হচ্ছে।”

পূর্ব মেদিনীপুরে বাল্যবিবাহের প্রবণতা ছিল, তাও অনেকটা কম হয়েছে বলে জানান পুলিশ সুপার। এলাকার মহিলাদের উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে আর কী কী পদক্ষেপ করা হতে পারে, তা নিয়েও একাধিক পরিকল্পনা চলছে বলে জানান পুলিশ সুপার।