AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ramnagar Murder: স্ত্রীকে জেরা করতেই বেরিয়ে এল প্রাক্তন প্রেমিকের নাম, দিঘার কাছেই ভয়াবহ ঘটনা

Ramnagar: ময়নাতদন্তের রিপোর্টে হোমিসাইড বলেই উল্লেখ করা হয়। মৃত যুবকের গলায় দাগ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশের অনুমান, গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই যুবককে।

Ramnagar Murder: স্ত্রীকে জেরা করতেই বেরিয়ে এল প্রাক্তন প্রেমিকের নাম, দিঘার কাছেই ভয়াবহ ঘটনা
| Edited By: | Updated on: Sep 07, 2025 | 7:06 PM
Share

দিঘা: স্বামীর খুনের ঘটনায় স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে এল প্রাক্তন প্রেমিকের নাম। তবে খুনের পিছনে আসলে কে, আসলে কী কারণ, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। পূর্ব মেদিনীপুরের রামনগরের ঘটনা।

স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার হন স্ত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে রামনগর থানার চন্দনপুর পাটনা গ্রামে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, গত ৩০ অগস্ট সকালে ওই গ্রামের বাসিন্দা গৌতম বেরা (৩২)-কে বিছানায় অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তখন তাঁর স্ত্রী অরণ্যা বেরা চীৎকার করে বলেন তাঁর স্বামী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন।

পরিবারের লোকজন তড়িঘড়ি গৌতমকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক ময়নাতদন্তের পরামর্শ দেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। গৌতম পেশায় চিংড়ি চাষি।

গৌতমের বাবা সুবলচন্দ্র বেরা রামনগর থানায় অভিযোগ দায়ের করেন তাঁর পুত্রবধূ বিরুদ্ধে। বৃদ্ধের দাবি, তাঁর ছেলেকে খুন করেছে পুত্রবধূই। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টে হোমিসাইড বলেই উল্লেখ করা হয়। মৃত যুবকের গলায় দাগ পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশের অনুমান, গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই যুবককে।

গত ৩১ অগস্ট গৌতমের বাবার অভিযোগের ভিত্তিতে মৃতের স্ত্রী অরণ্যা বেরা (২৬)-কে গ্রেফতার করে রামনগর থানার পুলিশ। ধৃতকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিনের আবেদন নাকচ করে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পরবর্তীতে পুলিশ তদন্ত করে ও জিজ্ঞাসাবাদ করে। বেরিয়ে আসে অরণ্যার প্রাক্তন পুরনো প্রেমিক অমলেন্দু প্রধান(২৮ বছর)-এর নাম। দিঘার খাদাল গোবরায় বাড়ি সেই যুবকের। এদিন ভোরে ধৃতকে এগরা থেকে রামনগর থানার পুলিশ গ্রেফতার করে। প্রেমিককে নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য সংগ্রহ করতে চায় তদন্তকারীরা। এই খুনের পিছনে আর কী রহস্য লুকিয়ে আছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।