Suprakash Giri: রাজ্য নেতৃত্বের আস্থা, কাঁথি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ফের সুপ্রকাশ গিরি

Youth TMC: কাঁথি যুব তৃণমূলের সভাপতি নির্বাচিত হয়ে সুপ্রকাশ গিরি নিজের ফেসবুক পেজে ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও ‘প্রাণপ্রিয়’ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

Suprakash Giri: রাজ্য নেতৃত্বের আস্থা, কাঁথি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ফের সুপ্রকাশ গিরি
সুপ্রকাশ গিরি (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 28, 2022 | 6:33 PM

কাঁথি: অধিকারী পরিবারের বিরুদ্ধে লড়াইয়ে সুপ্রকাশ গিরির উপর আস্থা রাখলেন তৃনমূলের শীর্ষ নেতৃত্ব। পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল যুব তৃণমূলের সভাপতি দায়িত্ব পেলেন তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি। বুধবার বিকেলে রাজ্য তৃণমূল ভবন থেকে পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে আবারও মনোনীত হলেন সুপ্রকাশ গিরি। এ নিয়ে টানা ৫ বছর কাঁথি সাংগঠনিক যুব তৃণমূলের সভাপতি নির্বাচিত হলেন সুপ্রকাশ। তিনি পুনরায় যুব সভাপতি নির্বাচিত হওয়ার পর আনন্দে আত্মহারা কর্মী সমর্থকরা।

সুপ্রকাশ গিরি নিজেকে শুধু কাঁথি সাংগঠনিক জেলাতেই আটকে রাখেননি। গত বছর ত্রিপুরায় পুর নির্বাচনে যুব তৃণমূলের হয়ে প্রচারে গিয়েছিলেন। ত্রিপুরা রাজ্যে আমবশা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। সেখানে যুব তৃণমূল কংগ্রেসের সুপ্রকাশ গিরি পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব সামিলেছেন। আর সেখানেই একটি মাত্র আসনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আবারও বিভিন্ন জেলার পর্যবেক্ষকের দ্বায়িত্ব সামিলেছেন। সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন এমনটাই মত রাজনৈতিক মহলে। তার পর থেকে কাঁথি পুরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কাঁথি পুরসভা উপ পুরপ্রধান দায়িত্বপান তিনি ।

কাঁথি যুব তৃণমূলের সভাপতি নির্বাচিত হয়ে সুপ্রকাশ গিরি নিজের ফেসবুক পেজে ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও ‘প্রাণপ্রিয়’ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।