Suvendu Adhikari: হলদিয়া উন্নয়ন পর্ষদে ২০০ কোটি টাকা রেখে এসেছিলাম, এখন কিছু নেই : শুভেন্দু
Haldia Development Authority: শুভেন্দুর এই দাবি উড়িয়ে দিয়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদের বর্তমান চেয়রম্যান ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর।
হলদিয়া: হলদিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে চায়ে পে চর্চা কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু। শাসকদল এবং পুলিশ মিলে টাকা লুঠ করছেন বলে অভিযোগ তাঁর। সেই সঙ্গে হলদিয়া উন্নয়ন পর্যদের টাকাও সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ তাঁর। তিনি যখন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন, তখন ২০০ কোটি টাকা রেখে এসেছিলেন বলে দাবি করেন বিধানসভার বিরোধী দলনেতা। কিন্তু সেই টাকা রাজ্য নিজেদের ট্রেজারিতে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির বিধায়ক। তাই এখন রক্ষণাবেক্ষণের কাজের টাকা নেই বলে অভিযোগ তাঁর। সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দিয়ে স্বচ্ছ ভোট হলে তৃণমূল তৃতীয় স্থানে নেমে যাবে বলে দাবি তাঁর। যদিও শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দিয়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদের বর্তমান চেয়ারম্যান এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর জানিয়েছেন, শুভেন্দু অধিকারী ২০০ কোটি টাকার গল্প দিচ্ছেন। শুভেন্দুকে ‘তোলাবাজের মহাগুরু’ বলেও আক্রমণ করেছেন তিনি।
হলদিয়া পুরসভার ২টি ওয়ার্ডে চায়ে পে চর্চা অনুষ্ঠানের পর শুভেন্দু অধিকারী বলেছেন, “রাজ্যের শাসকদল ও পুলিশ হলদিয়া শিল্পাঞ্চলে লুঠ চালাচ্ছে। বিচ ম্যারাথনের নামে ৬০ লক্ষ টাকা তুলেছে জেলার পুলিশ সুপার। এক ড্রাইভার বলল রিপ্লে কোম্পানিতে কাজের জন্য ড্রপ বক্সে আবেদন করেছিল। শ্রম দফতর হয়ে সেই তালিকা যাওয়ার কথা জেলাশাসকের দফতরে। দেখা গেল সেই তালিকা থানায় গিয়েছে। ভবানীপুরের ওসি ওই ছেলেকে ডেকে টাকা দিতে বলছে। চাকরি দেওয়ার নামে দেড় লক্ষ টাকা চাইছে। বলছে, টাকা দিলে ইন্টারভিউতে বসতে পারবে।” হলদিয়া উন্নয়ন পরিষদের ব্যাপারেও অভিযোকগ করেছেন শুভেন্দু। তিনি বলেছেন, “হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান থাকা কালীন ২০০ কোটি টাকার ফান্ড রেখে দিয়ে এসেছিলাম। কিন্তু আমি ছেড়ে আসার পর রাজ্য ওই টাকা নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে। তাই এখন উন্নয়ন পর্ষদের টাকা নেই। আলো খারাপ হয়ে গেলে তা ঠিক করার টাকা নেই। নিকাশি, দূষণ, রাস্তার কোনও কাজ হয় না।”
শুভেন্দুর এই দাবি উড়িয়ে দিয়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদের বর্তমান চেয়রম্যান ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর। পর্ষদের অডিট রিপোর্ট টিভি৯ বাংলাকে দেখিয়েছেন তিনি। পাল্টা শুভেন্দুকে আক্রমণও শানিয়েছেন তিনি। বলেছেন, “২০০ কোটির গল্প দিচ্ছেন শুভেন্দু, ফাঁকা করে দিয়ে গিয়েছেন। আসলে ঐ ২০০ কোটি টাকা ওনার বাড়িতে রয়েছে। হলদিয়ার উন্নয়ন নিয়ে গাত্র দাহ হচ্ছে। উনি প্রাক্তন চেয়ারম্যান হিসাবে ১.৫৭ কোটি টাকা ঋণ রেখে গিয়েছিলেন।” এর পাশাপাশি শুভেন্দুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ করেছেন তিনি।