AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tamluk: ‘পঞ্চায়েত অফিস বদলে BJP-র দলীয় কার্যালয় হয়েছে’, অভিযোগ TMC নেতার

Tamluk: পঞ্চায়েত ভোট মিটেছে। সামনে আসছে লোকসভা। তমলুকের অনেক পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি বিজেপি-র দখলে চলে গিয়েছে। এতেই কিছুটা হলেও মুখ ভার তৃণমূলেপ। এরপর মঙ্গলবার বিকেলে তমলুক ব্লকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিসের সামনে তৃণমূলের বিক্ষোভ সভা ছিল।

Tamluk: 'পঞ্চায়েত অফিস বদলে BJP-র দলীয় কার্যালয় হয়েছে', অভিযোগ TMC নেতার
তমলুকে তৃণমূলের সভাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 06, 2023 | 7:10 AM
Share

হলদিয়া: বিজেপি-র পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের দাবি তৃণমূল নেতা সোমনাথ বেরার উস্কানিমূলক মন্তব্যের জন্যই এই হামলা চালানো হয়েছে। যদিও, অভিযোগ অস্বীকার করেছে শাসক গোষ্ঠী। গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়।

পঞ্চায়েত ভোট মিটেছে। সামনে আসছে লোকসভা। তমলুকের অনেক পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি বিজেপি-র দখলে চলে গিয়েছে। এতেই কিছুটা হলেও মুখ ভার তৃণমূলেপ। এরপর মঙ্গলবার বিকেলে তমলুক ব্লকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল অফিসের সামনে তৃণমূলের বিক্ষোভ সভা ছিল। সেই বিক্ষোভ সভাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, তৃণমূল নেতা সোমনাথ বেরা সহ তৃণমূল ব্লক ও স্থানীয় নেতৃত্ব। সেই কর্মসূচি থেকে সোমনাথ বেরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, “উত্তর সোনামুই অঞ্চল দীর্ঘদিন তৃণমূলের দখলে ছিল। এখন বিজেপির দখলে গিয়েছে।” বিজেপির পার্টি অফিস তৈরি করেছে অভিযোগ করেছেন তিনি।

আর সোমনাথবাবুর এই মন্তব্যকেই হাতিয়ার করে তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি আশিস মণ্ডল বলেন,”সোমনাথ বেরার প্ররোচনা মূলক বক্তব্যের পরেই প্রায় ২০০ লোক হামলা চালায় অঞ্চল অফিসে। ভাঙচুর করে ও মূল্যবান কাগজ পত্র নষ্ট করেছে।”

এই বিষয়ে রাত ৯ টা নাগাদ বিজেপির তমলুক সাংগঠনিক জেলার পক্ষ থেকে তমলুক থানায় অভিযোগ করা হয়েছে। যদিও, তৃণমূল সমগ্ৰ বিষয়ে অস্বীকার করে পাল্টা বিজেপির গোষ্ঠী কোন্দলকে তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে বলে দাবি করেছেন তারা।