TET 2022: টেটে হয়রানি পরীক্ষার্থীদের, ১১টার পরেও পরিস্থিতি বুঝে ঢুকতে দেওয়ার নির্দেশ পূর্ব মেদিনীপুরে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Updated on: Dec 11, 2022 | 11:09 AM

Purba Medinipur: যদি কোনও পরীক্ষার্থী অনিবার্য কারণবশত পরীক্ষাকেন্দ্রে বেলা ১১টার মধ্যে প্রবেশ করতে না পারে, সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে অফিসার ইনচার্জ এবং সেন্টার ইনচার্জ যেন তাঁদের পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দেন। নির্দেশ পূর্ব মেদিনীপুরে।

TET 2022: টেটে হয়রানি পরীক্ষার্থীদের, ১১টার পরেও পরিস্থিতি বুঝে ঢুকতে দেওয়ার নির্দেশ পূর্ব মেদিনীপুরে
পরীক্ষাকেন্দ্রের বাইরে লম্বা লাইন


পূর্ব মেদিনীপুর: রবিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Education Board) অগ্নিপরীক্ষা। ২০১৭ সালের পর ফের পাঁচ বছরের ব্যবধানে হচ্ছে টেট পরীক্ষা (TET 2022)। পরীক্ষায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য কোনও খামতি রাখতে চায়নি পর্ষদ। রাস্তায় সব সরকারি বাস নামানোর কথাও বলেছিল পরিবহণ দফতর। কিন্তু তারপরও সমস্যা থেকেই যাচ্ছে। বেলা ১১টার মধ্যে পরীক্ষার্থীদের টেট পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার কথা। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে এখনও পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারেননি।

এমন অবস্থায় পূর্ব মেদিনীপুর ডিপিএসসির তরফে একটি পোস্ট করা হয়েছে তাদের ফেসবুক হ্যান্ডেলে। বলা হয়েছে, যদি কোনও পরীক্ষার্থী অনিবার্য কারণবশত পরীক্ষাকেন্দ্রে বেলা ১১টার মধ্যে প্রবেশ করতে না পারে, সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে অফিসার ইনচার্জ এবং সেন্টার ইনচার্জ যেন তাঁদের পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দেন। টেটের জেলা মনিটরিং কমিটির চেয়ারম্যান এবং জেলাশাসকের নির্দেশমতোই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই পোস্টে জানানো হয়েছে।

যদিও কী কারণে এই সিদ্ধান্ত, সেই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি পোস্টে। তবে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকায়, বিশেষ করে চণ্ডীপুর, হেড়িয়া, বাজপুল সহ বেশ কিছু জায়গায় রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। বহু পরীক্ষার্থী সেই যানজটের পরিস্থিতির মধ্যে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার্থীদের এমন হয়রানির আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান ওয়াকিবহাল মহলের।

উল্লেখ্য, এই সমস্যা শুধু পূর্ব মেদিনীপুর জেলাতেই নয়। আরও বেশ কিছু জায়গায় এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন পরীক্ষার্থীরা। তবে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশরাও তৎপর রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। কোথাও কোনও সমস্যা দেখা দিলে, তা দ্রুত সমাধানের চেষ্টা করছেন তাঁরা। কিন্তু তারপরও পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু প্রান্তে রাস্তায় যানজটের খবর পাওয়া যাচ্ছে। তাই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর ডিপিএসসির তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

 

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla