Nandigram: ভোটে হেরেও হাসছে তৃণমূল, চলছে সবুজ আবির খেলা! হচ্ছেটা কী নন্দীগ্রামে?
Nandigram: নন্দীগ্রামের আমড়াতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এদিন ভোটগ্রহণ ছিল। এই সমবায়ের মোট মূল পরিচালন কমিটির সদস্য ১০ জন। সমিতির মোট আসন সংখ্যা ৬০। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩৮ জন প্রার্থী। বিজেপি সমর্থিত ৬০ জন প্রার্থীকে লড়াইয়ের ময়দানে নামতে দেখা যায়।

নন্দীগ্রাম: একদিন আগেই সৌমেন্দু অধিকারীর সংসদীয় এলাকা ভূপতিনগর কুঞ্জপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে উড়েছে গেরুয়া পতাকা। তৃণমূলকে দুরমুশ করে জয় ছিনিয়ে নিয়েছে পদ্ম সমর্থিত প্রার্থীরা। জয়ের খবর পেতেই উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই সেই পূর্ব মেদিনীপুরেই অন্য আর এক সময় সমিতিতে বড় হার হল বিজেপির।
নন্দীগ্রামের আমড়াতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের এদিন ভোটগ্রহণ ছিল। এই সমবায়ের মোট মূল পরিচালন কমিটির সদস্য ১০ জন। সমিতির মোট আসন সংখ্যা ৬০। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩৮ জন প্রার্থী। বিজেপি সমর্থিত ৬০ জন প্রার্থীকে লড়াইয়ের ময়দানে নামতে দেখা যায়। অন্যদিকে তৃণমূল সমর্থিত প্রার্থীদের সংখ্যা ছিল ৫৯। সিপিএমের প্রার্থী ছিল ১৯।
সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্যেই চলে ভোটগ্রহণ। ফলাফল সামনে আসতেই দেখা যায় ৬০ আসনের মধ্যে মোট ৪২ টি আসন পেয়েছে বিজেপি। তৃণমূল সমর্থিত প্রার্থীরা পেয়েছে ১৮ আসন। এর মধ্যে ১০ জন তৃণমূল আর ৮ জন বিক্ষুব্ধ বিজেপি। তাঁরা প্রত্যেকেই জয়ী হয়েছে। তাতেই হেরেও খুশি তৃণমূল। ১৮ আসনে জয়ের খবর পেতেই তুমুল উচ্ছ্বাসের ছবি দেখা যায় তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। এদিকে নন্দীগ্রাম দুই পঞ্চায়েত সমিতি বিজেপির। যে জায়গায় এই সমবায় সেই খোদামবাড়ি এই গ্রাম পঞ্চায়েতও বিজেপির দখলে। সেখানেই বিজেপির বাড়া ভাতে ছাই দিতে যেভাবে জয় ছিনিয়ে এনেছে ঘাসফুল শিবির তাতেই খুশি দলের কর্মীরা। চলল সবুজ আবির খেলা। অন্যদিকে নিজেদের প্রার্থীদের জয়ের খবরে খুশি পদ্ম ব্রিগেডও। বিজেপি কর্মীদেরও এদিন গেরুয়া আবির নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়।
