Bengal post-poll violence: ভোটের দিন তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী
Bengal post-poll violence: এ দিকে, শুক্রবারই আহত তৃণমূল কর্মীদের বাড়িতে পৌঁছন মুখপাত্র কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। ওই দিন পুলিশকে কার্যত হুঁশিয়ারিও দেন কুণাল।
নন্দীগ্রাম: গ্রেফতার দুই বিজেপি কর্মী। নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার এই দুজন। তাঁদেরকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানার পুলিশ।
এ দিকে, শুক্রবারই আহত তৃণমূল কর্মীদের বাড়িতে পৌঁছন মুখপাত্র কুণাল ঘোষ ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। ওই দিন পুলিশকে কার্যত হুঁশিয়ারিও দেন কুণাল। এরপর ওইদিন দু’জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম প্রশান্ত আড়ি ও সঞ্জয় আড়ি। তাঁদেরকে নন্দীগ্রাম রামচক এলাকা থেকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানার পুলিশ।
শনিবার অভিযুক্ত দু’জনকে তোলা হয় হলদিয়া মহকুমা আদালতে। বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতে প্রশান্ত আড়ির অন্তবর্তী জামিন মঞ্জুর করে। ২০ জুলাই পুনরায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিক, সঞ্জয়ের কাগজপত্র না থাকায় তাঁকে আদালতে তোলা যায়নি।
এই বিষয়ে বিজেপির তরফ থেকে বলা হয়েছে এদেরকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে। বাড়ি ভাঙচুর কিংবা মারধরের ঘটনায় এদের কোনও যোগ নেই। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে ভাল ফলাফল করার পর ভেকুটিয়াতে তৃণমূল কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে বিজেপি-র বিরুদ্ধে। সেই ঘটনায় জখম হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। কারোর মাথায় আঘাত লাগে, কেউ আবার কাঁধে চোট পান। তাঁদেরকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়।