Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ওর অসংখ্য বউ: শুভেন্দু, জবাব দিলেন নন্দীগ্রামের ‘জাহাজ বাড়ির’ মালিক

Suvendu Adhikari: সুফিয়ানের দাবি, হুমকি দেওয়া ছাড়া শুভেন্দুর কোনও কোনও রাস্তা নেই। এ সব বলে নাকি রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চাইছেন। পাল্টা কটাক্ষবাণ শানিয়ে তিনি বলেন, “মিথ্যা মামলা দিয়েছে আমার বিরুদ্ধে। আসলে ওর রাজনৈতিক কোনও ক্যারিয়ার নেই। তাই এসব বলে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চাইছে।”

ওর অসংখ্য বউ: শুভেন্দু, জবাব দিলেন নন্দীগ্রামের 'জাহাজ বাড়ির' মালিক
শুরু রাজনৈতিক তরজা Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2025 | 4:03 PM

নন্দীগ্রাম: “আমি যার দিকে তাকাই ধ্বংস হয়। শাহজাহান ধ্বংস হয়েছে। কেষ্ট দু’বছর জেল খেটেছে। এবার এই চোরটার কী অবস্থা করব আপনারা দেখে নেবেন।” নাম না নিয়েও নন্দীগ্রামে দাঁড়িয়ে শেখ সুফিয়ানকে এ ভাষাতেই আক্রমণ করতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। প্রসঙ্গত, এদিন ৭ জানুয়ারি ২০০৭ সালের বশ্যতা বিরোধী নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের শহিদের উদ্দেশ্যে শদিহ তর্পন দিবসের আয়োজন করা হয়েছিল নন্দীগ্রামে। সেখানেই গিয়েছিলেন শুভেন্দু। যদিও শুভেন্দুর আক্রমণের পর ছেড়ে কথা বলেননি সুফিয়ানও। পাল্টা শুভেন্দুকে ‘বহুরূপী’ বলে কটাক্ষ করেছেন তমলুক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক।

এদিন শহিদ তর্পন দিবসের অনুষ্ঠান থেকে কার্যত হুঙ্কারের সুরে শুভেন্দু বলেন, “একটা চোর জাহাজ বাড়ি করেছে। অসংখ্য বউ। দেবব্রত মাইতির খুনের মামলায় শর্তাধীন জামিনে আছে। আমি যার দিকে তাকাই ধ্বংস হয়। শাহজাহান ধ্বংস হয়েছে। কেষ্ট দু’বছর জেল খেটেছে। এবার এই চোরটার কী অবস্থা করব আপনারা দেখে নেবেন।” শুভেন্দুর এ মন্তব্য নিয়েই এখন নন্দীগ্রামের রাজনৈতিক মহলে চলছে তুমুল চর্চা। 

সুফিয়ানের দাবি, হুমকি দেওয়া ছাড়া শুভেন্দুর কোনও কোনও রাস্তা নেই। এ সব বলে নাকি রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চাইছেন। পাল্টা কটাক্ষবাণ শানিয়ে তিনি বলেন, “মিথ্যা মামলা দিয়েছে আমার বিরুদ্ধে। আসলে ওর রাজনৈতিক কোনও ক্যারিয়ার নেই। তাই এসব বলে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চাইছে। আমি নাম করে বলছি শুভেন্দু অধিকারী চোর-ডাকাত। ও কাগজে মুড়ে টাকা নেয় সবাই জানে। মানুষ ওকে শিক্ষা দেব।” এখানেই শেষ নয়, শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। খানিক খোঁচা দিয়ে বলেন, “আগামীদিনে হয়তো উনি কোনও রাজনৈতিক দলই করবেন না। সন্ন্যাসী হয়ে বা মহাপুরুষ হয়ে পালিয়ে যাওয়ার ধান্দা করছেন। কোন বিষয়ে মহাপুরুষ সেটা বলতে পারব না। চোরের মহাপুরুষ বা ডাকাতদের মহাপুরুষ হতে পারেন। ওর পক্ষে বিভিন্ন ধরনের রূপ ধারন করা সম্ভব। ও বহুরূপী।”