প্রতিষ্ঠা দিবসেই দলের নেতাকর্মীদের মেরে নর্দমায় ফেললেন তৃণমূলেরই অপর গোষ্ঠী!
পতাকা ছি়ঁড়ে ছুড়ে ফেলা হল, ভাঙচুর করা হল চেয়ার, টেবিল। অভিযোগ খোদ দলেরই অন্য পক্ষের বিরুদ্ধে।
বর্ধমান: দলের প্রতিষ্ঠা দিবসে দলীয় পতাকা উত্তোলন করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু তৃণমূলের সেই অনুষ্ঠানেই যুব তৃণমূল নেতা কর্মীকে মারধর করে ফেলে দেওয়া হল ড্রেনে। পতাকা ছি়ঁড়ে ছুড়ে ফেলা হল, ভাঙচুর করা হল চেয়ার, টেবিল। অভিযোগ খোদ দলেরই অন্য পক্ষের বিরুদ্ধে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই দলীয় নেতাকর্মীদের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওয়ার্ড কমিটির সম্পাদক তথা জেলা যুব তৃণমূলের সম্পাদক নুরুল আলম গোষ্ঠী ও স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত কুমার পাঁজা গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। এদিন নতুন করে তা মাথাচাড়া দিয়ে ওঠে।
জয়ন্ত কুমার পাঁজার অভিযোগ, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাজেপ্রতাপপুরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে নুরুল আলমের নেতৃত্বে ২০-২৫ জন দুস্কৃতী তাঁদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। লাঠি ও বাঁশ নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের পক্ষের কর্মীদের মারধর করে ড্রেনে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ।
জয়ন্ত পাঁজার বক্তব্য, এই এলাকার তিনি গত পৌরসভা নির্বাচনে দলের হয়ে টিকিট পেয়েছিলেন। কিন্তু সেই সময় এই নুরুল আলম ও তাঁর কাকা মহম্মদ আলি তাঁদের দলবল নিয়ে জয়ন্তর বাড়ি ঘেরাও করেন। দলের চাপে তিনি বাধ্য হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সেই থেকে তিনি দলের কোনও কাজ করতে গেলে সবসময় আটকানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: আজই বিজেপিতে ভাই সৌমেন্দু, সোনাচূড়ার মঞ্চে সদর্পে ঘোষণা শুভেন্দুর
যদিও অভিযোগ অস্বীকার করেন নুরুল আলম। তাঁর দাবী এই ঘটনার সঙ্গে তাঁরা কেউ জড়িত নন। যাঁরা অভিযোগ করছেন তাঁরা তৃণমূলেরই কেউ নন বলে দাবি করছেন তিনি। এই ঘটনায় বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছে জয়ন্ত পাঁজা।