Lightning Strike: বাজ পড়ে পুরুলিয়ায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১

Anirban Banerjee | Edited By: সায়নী জোয়ারদার

Sep 03, 2023 | 8:16 PM

Purulia: আদ্রার এক মহিলা বাজের আঘাতে আহতও হন। আদ্রা থানার পাঁচুডাঙার চুড়িমহল্লার বাসিন্দা নুসরত খাতুন বাড়িতে বসে মোবাইল ফোন দেখছিলেন। সেই সময় তিনি বজ্রাঘাতে আহত হন।

Lightning Strike: বাজ পড়ে পুরুলিয়ায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১
প্রতীকী চিত্র

Follow Us

পুরুলিয়া: বাজ পড়ে পুরুলিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিনে ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। ভাদ্রের গরমে চিড়বিড় করছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিও। এরইমধ্যে রবিবার দুপুরে আকাশ কালো করে আসে। শুরু হয় তুমুল বৃষ্টি, সঙ্গে থেকে থেকেই বাজের ঝলকানি। সেই বজ্রাঘাতে মৃত্যু হয় পারা থানা এলাকার শাকড়া গ্রামের দুই তরুণের। অন্যদিকে রঘুনাথপুর থানাপ সেনেড়া গ্রামের এক প্রৌঢ়েরও মৃত্যু হয় বাজ পড়েই। আদ্রার এক মহিলা বাজের আঘাতে আহতও হন। আদ্রা থানার পাঁচুডাঙার চুড়িমহল্লার বাসিন্দা নুসরত খাতুন বাড়িতে বসে মোবাইল ফোন দেখছিলেন। সেই সময় তিনি বজ্রাঘাতে আহত হন।

শাকড়ার দুই যুবক সোমনাথ বৈষ্ণব (২৩) ও অঞ্জন দাস (২১)। রবিবার তাঁরা পুকুরে স্নান করতে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, স্নান সেরে বাড়ি ফিরছিলেন তাঁরা। হঠাৎই ভারী বৃষ্টি শুরু হয়। সঙ্গে বাজের শব্দে কানে তালা লাগার জোগাড়। বিপদ থেকে বাঁচতে এলাকার একটি তেঁতুল গাছের নীচে আশ্রয় নেন তাঁরা। এরপরই বাজ পড়ে আহত হন তাঁরা। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা করা যায়নি।

অন্যদিকে রঘুনাথপুর থানার সেনেড়া গ্রামের বাসিন্দা লক্ষ্মীনারায়ণ বাউরি (৫৬) এদিন মাঠে কাজ করতে গিয়েছিলেন। ক্ষেতের কাজ করার সময়ই বাজ পড়ে। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকেও। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Next Article