Purulia: পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডকে নিকেশ করল সেনা, কী বলছেন পুরুলিয়ার মণীশের ভাই?
Purulia: বিনীতরঞ্জন মিশ্র বলেন, "নিউজে দেখলাম যে সুলেমানকে খতম করা হয়েছে। এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু শুধু জঙ্গিদের মারলেই হবে না। পাকিস্তানের সেনা ও প্রশাসনও এই ঘটনার সঙ্গে যুক্ত। আমরা চাই ভারত সরকার তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিক।"

পুরুলিয়া: পহেলগাঁও হামলার অন্যতম মাস্টারমাইন্ড সুলেমানকে খতম করেছে ভারতীয় সেনা। এই অভিযানে জঙ্গি সুলেমানের পাশাপাশি আরও দুই জঙ্গিকেও খতম করা হয়েছে। সেনার এই অভিযানে খুশি পহেলগাঁওয়ে হামলায় শহিদ ঝালদার মণীশরঞ্জন মিশ্রর ভাই বিনীতরঞ্জন মিশ্র। তবে তিনি চান, পাকিস্তান ও পাক সেনার বিরুদ্ধেও পদক্ষেপ করুক ভারত।
বিনীতরঞ্জন মিশ্র বলেন, “নিউজে দেখলাম যে সুলেমানকে খতম করা হয়েছে। এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু শুধু জঙ্গিদের মারলেই হবে না। পাকিস্তানের সেনা ও প্রশাসনও এই ঘটনার সঙ্গে যুক্ত। আমরা চাই ভারত সরকার তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিক।”
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। বেছে বেছে পরিচয় জেনে ২৬ জনকে হত্যা করা হয়। সেই ছাব্বিশ জনের একজন হলেন পুরুলিয়ার মণীশ মিশ্র। তিনি ইন্টেলিজেন্স ব্যুরো(IB) অফিসার ছিলেন। কর্মসূত্রে পরিবার নিয়ে হায়দরাবাদে থাকতেন। জঙ্গি হামলার একদিন আগেই পরিবার নিয়ে পহেলগাঁওতে বেড়াতে পৌঁছেছিলেন মণীশ। সেখানেই স্ত্রী ও সন্তানদের সামনে সন্ত্রাসবাদীরা গুলিতে ঝাঁঝরা করে দেয় তাঁকে। পরিবারের অন্য সদস্যরাও ঝালদা থেকে কাশ্মীর যাওয়ার জন্য সড়ক পথে রওনা দিয়েছিলেন। ঝাড়খণ্ডের ডালটনগঞ্জের কাছেই নৃশংস এই হামলার খবর পাওয়ার পরই পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এসেছিলেন। মণীশের মৃত্যুতে তাঁর পরিবারের পাশাপাশি শোকে ভেঙে পড়েছিলেন প্রতিবেশীরা।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পনেরো দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেয় একাধিক জঙ্গি সংগঠন। আর এদিন শ্রীনগরের কাছে লিডবাসে ভারতীয় সেনার অপারেশন মহাদেবে তিন জঙ্গি নিহত হয়। তার মধ্যে রয়েছে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড। ভারতীয় সেনার এই সাফল্যকে কুর্নিশ জানালেন মণীশের ভাই। কিন্তু, তিনি চান, পাক সরকার ও সেদেশের সেনার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করুক ভারত।

