Purulia: মহিলা প্রধানের গ্রামে আবাসে ব্যাপক দুর্নীতি, ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির
Purulia: বিজেপির প্রতিনিধির দল আবাস যোজনা সহ একাধিক দুর্নীতি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন প্রদান করেন। বিজেপির অভিযোগ তৃণমূল পরিচারিত শাঁকা গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় প্রকল্পে তৃণমূল নেতারা কাটমানি নিয়ে অযোগ্য ব্যক্তিদের নাম আবাস যোজনার তালিকায় সামিল করেছেন।
পুরুলিয়া: আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। সোমবার রঘুনাথপুর এক নম্বর ব্লকের তৃণমূল পরিচারিত শাঁকা গ্রাম পঞ্চায়েতে হাতে ঝাঁটা নিয়ে বিক্ষোপে সামিল হন বিজেপির মহিলা কর্মীরা। এদিন বিজেপি কর্মী সমর্থকরা জোর করে গ্রাম পঞ্চায়েতে ঢুকতে গেলে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে। সৃষ্টি হয় উত্তেজনা।
বিজেপির প্রতিনিধির দল আবাস যোজনা সহ একাধিক দুর্নীতি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন প্রদান করেন। বিজেপির অভিযোগ তৃণমূল পরিচারিত শাঁকা গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় প্রকল্পে তৃণমূল নেতারা কাটমানি নিয়ে অযোগ্য ব্যক্তিদের নাম আবাস যোজনার তালিকায় সামিল করেছেন। যদিও প্রকৃত আবেদনকারীদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তাই অবিলম্বে নতুন করে সমীক্ষার মাধ্যমে গরিব ও বঞ্চিত আবেদনকারীদের নাম তালিকায় সামিল করতে হবে।
বিজেপি নেতা সন্তু তেওয়ারি বলেন, “শাঁকা পঞ্চায়েতে যে তালিকা বার হয়েছে, তাতে যোগ্য ব্যক্তিদের নাম বাদ গিয়েছে। যাদের মাটির ঘর, তাদের নাম নেই। দেখা যাচ্ছে, যাদের চার চাকা, তাদের নাম রয়েছে।” যদিও বিজেপির এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান।
গ্রাম পঞ্চায়েত প্রধান সুপর্ণা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ধরনের অভিযোগ মিথ্যা। কোথাও কোনও কাটমানি নেওয়ার ঘটনা ঘটেনি। বিজেপি সব কিছুতেই ইস্যু করে। সবাই জানে এখানে বিডিও সার্ভে করেছেন। আমরা কেউই নই। আমি, আমার সদস্য, কেউই জড়িত নয়। ওদের বলার কথা তাই বলছেন। কিন্তু ওরাও জানে, এখানে আমি কোনওভাবেই জড়িত নই। যদি কাটমানিতে আমার নাম বার করে দেয়, তাহলে আমি ছেড়ে দেব।”