Purulia: গ্রাম্য বিবাদে কুপিয়ে খুন, অভিযুক্তদের ভয়ঙ্কর শাস্তি শোনাল আদালত

Tanmoy Bairagi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 21, 2024 | 11:50 PM

Purulia: ২০২০ সালের ২৩শে অক্টোবর মাসে পুরুলিয়ার কোটশীলা থানার মাঝিডি গ্রামে গ্রাম্য বিবাদের জেরে রাজেশ কুমার নামে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ ওঠে। ঘটনায় নাম জড়ায় গ্রামের একটি পরিবারের তিন জনের বিরুদ্ধে।

Purulia: গ্রাম্য বিবাদে কুপিয়ে খুন, অভিযুক্তদের ভয়ঙ্কর শাস্তি শোনাল আদালত
চরম শাস্তি দিল আদালত
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পুরুলিয়া: গ্রাম্য বিবাদ। আর তার জেরে যুবককে খুনের অভিযোগ। এই ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল পুরুলিয়া জেলা আদালত। শুধু তাই নয়, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাস জেলের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২০ সালের ২৩শে অক্টোবর মাসে পুরুলিয়ার কোটশীলা থানার মাঝিডি গ্রামে গ্রাম্য বিবাদের জেরে রাজেশ কুমার নামে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ ওঠে। ঘটনায় নাম জড়ায় গ্রামের একটি পরিবারের তিন জনের বিরুদ্ধে।

জানা গিয়েছে, ঘটনার দিন রাজেশ গ্রামের অদূরে একটি পুকুরে শৌচকর্ম করতে যান। অভিযোগ সেই সময়  প্রতিবেশী তিনজন ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ব্লক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র ও পরে ঝাড়খণ্ডের মুরির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় রাজেশের। সেই ঘটনায় খুনের মামলা শুরু হয়।

শনিবার মামলার সাজা ঘোষণা করেন বিচারক। তার আগে শুক্রবার অভিযুক্তদের মধ্যে বীরেন কুমার ও তার ছেলে শিবরাম কুমারকে দোষী সাবস্ত করে আদালত। অন্য এক অভিযুক্ত নাবালক হওয়ায় তার বিচার চলছে জেলা জুভেনাইল জাস্টিস বোর্ডে। জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের প্রথম কোর্টের বিচারক আজ তাদের যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা করেন।

Next Article