শিলিগুড়ি: শহর স্বচ্ছ রাখার অভিনব প্রয়াস! পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ও চিপসের পাউচ দিলেই মিলছে এক কেজি চাল। এটা কোনও সিনেমার গল্প নয়, বাস্তবে এমনই দৃশ্য দেখা গেল শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডে। শুক্রবার শিলিগুড়ি পুর নিগমের কাউন্সিলর অভয়া ঘোষ খোদ সম্পূর্ণ বিনামূল্যে, কেবল প্লাস্টিকের বোতল ও চিপসের পাউচের পরিবর্তে এলাকাবাসীর হাতে এক কেজি করে চাল তুলে দিলেন।
জানা গিয়েছে, প্লাস্টিক মুক্ত ওয়ার্ড গড়ে তুলতে কিছুদিন আগেই পরিত্যক্ত প্লাস্টিকের বদলে ১ কেজি করে চাল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন শিলিগুড়ি পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বোস। তাঁর সেই ঘোষণা যে অমূলক ছিল না, তারই প্রমাণ মিলল এদিন। কাউন্সিলরের অফিস কার্যালয় থেকে প্লাস্টিকের বোতল ও চিপসের পাউচের পরিবর্তে ১ কেজি করে চাল দেওয়া হল। প্লাস্টিকের বিনিময়ে এক কেজি চাল পেয়ে আপ্লুত এলাকার এক বাসিন্দা বলেন, “কে ভেবেছিল সামান্য এতটুকু কাজ করলেই এবার বিনামূল্যে পাওয়া যাবে কেজি কেজি চাল?”
যদিও একটি-দুটি প্লাস্টিক দিয়ে এই পুরস্কার মেলেনি, ১১৯টি প্লাস্টিক ও একটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে মিলছে ১ কেজি চাল। তবে যে পরিমাণ প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেট যত্রতত্র ফেলা হয়, তা গুছিয়ে রাখলে ১১৯টি জড়ো করা বড় ব্যাপার নয় বলেই মনে করছেন এলাকাবাসী। আর এলাকাবাসী এই বিষয়ে সতর্ক হলে আগামী দিনে প্লাস্টিক-মুক্ত ওয়ার্ড গড়ে তোলা সহজ হবে বলেই আশাবাদী কাউন্সিলর অভয়া বোস।
প্রসঙ্গত, সম্প্রতি অনন্তনাগ জেলার সাদিওয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা পেশায় আইনজীবী ফারুক আহমেদও প্লাস্টিক-মুক্ত গ্রাম গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। তিনি ২০ কুইন্টাল পলিথিনের বদলে একটি করে সোনার কয়েন এবং ২০ কুইন্টালের কম পলিথিন দিলে রুপোর কয়েন পুরস্কার দেওয়া শুরু করেছেন।