AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাস্তার কলে মুখ ধুতে এসেছিলেন গৃহবধূ, পিষে দিয়ে গেল ইট বোঝাই গাড়ি

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রতিদিনের মতো বছর চল্লিশের গৃহবধূ ওরিজান সর্দার ঘুম থেকে উঠে রাস্তার ধারের কলে মুখ ধুতে এসেছিলেন।

রাস্তার কলে মুখ ধুতে এসেছিলেন গৃহবধূ, পিষে দিয়ে গেল ইট বোঝাই গাড়ি
নিজস্ব চিত্র
| Updated on: Jan 06, 2021 | 12:46 PM
Share

জয়নগর: এই সকাল যে তাঁর শেষ সকাল ছিল কে বা জানত! প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে রাস্তার ধারের টিউবওয়েলে মুখ ধুতে আসতেন। আজও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আচমকা একটি গাড়ি এসে পিষে দিয়ে গেল তাঁকে। সকাল সকাল এমন মর্মান্তিক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জয়নগরের বকুলতলা থানার উত্তর ঠাকুরচক গ্রাম।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রতিদিনের মতো বছর চল্লিশের গৃহবধূ ওরিজান সর্দার ঘুম থেকে উঠে রাস্তার ধারের টিউবওয়েলে মুখ ধুতে এসেছিলেন। সে সময় বেলে দুর্গানগরের দিক দিয়ে ৩টি ইট বোঝাই মোটর ভ্যান রুদ্ধশ্বাসে এগিয়ে আসে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বৈদ্যুতিন খুঁটিতে ধাক্কা মারে প্রথম গাড়িটি। পরপর দুটি গাড়িও নিয়ন্ত্রণ হারায়। দ্বিতীয়টি গাড়িটি ধাক্কা মারে ওরিজানকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। অন্যটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে নয়ানজুলিতে।

আরও পড়ুন- ‘পিসির জন্মদিনে শুভেচ্ছা আর নিষ্পাপ নাবালিকাকে ধর্ষণ!’, খড়িবাড়ি-কাণ্ডে সরব বিজেপি

এই ঘটনায় তিনটি গাড়িক চালকই পলাতক। এরপর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ওই গাড়িগুলিতে আগুন লাগিয়ে দেয়। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রাস্তা দিয়ে প্রচণ্ড গতিতে গাড়ি চলাচল করছে। কিন্তু প্রশাসনকে অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি। ঘটনাস্থলে পৌঁছেছে বকুলথানার পুলিস। মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।