AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Road Problem: পঞ্চায়েত কাজ করে না, পুজোর বাজার কাটছাঁট করে রাস্তা সারাই গ্রামবাসীর

Panchayat: এলাকাবাসীর আরও অভিযোগ, রাস্তার আলো পর্যন্ত নিজেদের খরচ করে লাগাতে হয়েছে। পঞ্চায়েত কোনও কাজেই এগিয়ে আসেন না। করের টাকা, ভোট সবই পায় পঞ্চায়েত। অথচ তাদের ভূমিকা শূন্য। স্থানীয় পঞ্চায়েত সদস্য সুরজিৎ দত্ত বলেন, মানুষের অভিযোগ থাকেই। কিন্তু পঞ্চায়েতের তরফেও সবরকম পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয়।

Road Problem: পঞ্চায়েত কাজ করে না, পুজোর বাজার কাটছাঁট করে রাস্তা সারাই গ্রামবাসীর
রাস্তায় ফেলা হয়েছে রাবিশ।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 03, 2023 | 1:33 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: পুজোর বাজার ফেলে রাস্তা সারাতে উদ্যোগী গ্রামবাসী। অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। তাই এবার নিজেরাই এগিয়ে এলেন। দক্ষিণ ২৪ পরগনার আসুতি-২ পূর্ব পাড়া এলাকা। সেখানকারই ১০০ মিটার রাস্তা পঞ্চায়েত সংস্কার করছে না বলে অভিযোগ। বৃষ্টি হলেই জমছে জল। জমা জলে বিপদ বাড়ছে পাড়ার বাচ্চা-বুড়োদের। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার পঞ্চায়েতে অভিযোগ করেও কাজ হয়নি। তাই নিজেরা টাকা দিয়ে রাস্তা সারাইয়ের কাজ করছেন।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “পুজোর পয়সা খরচ বাচিয়ে আমরা রাস্তার কাজ করছি। পুজোর আনন্দ থেকে এই রাস্তাটা ঠিক করা জরুরি। আমার ঘরেও বয়স্ক মানুষ আছেন। রাস্তাটা ঠিক না হলে, মানুষটাকে নিয়ে ডাক্তারের কাছেও তো যেতে পারব না। একটা গাড়ি আসবে না। ঘরে ঘরে এমন মানুষ আছেন। তাই রাস্তাটা আমার কাছে জরুরি। এক বছর না হয় কম আনন্দ করলাম।”

এলাকাবাসীর আরও অভিযোগ, রাস্তার আলো পর্যন্ত নিজেদের খরচ করে লাগাতে হয়েছে। পঞ্চায়েত কোনও কাজেই এগিয়ে আসেন না। করের টাকা, ভোট সবই পায় পঞ্চায়েত। অথচ তাদের ভূমিকা শূন্য। স্থানীয় পঞ্চায়েত সদস্য সুরজিৎ দত্ত বলেন, মানুষের অভিযোগ থাকেই। কিন্তু পঞ্চায়েতের তরফেও সবরকম পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয়।

সুরজিৎ দত্তের কথায়, “পুজোর আগেই এই রাস্তাগুলো যাতে ঠিকঠাক করা যায় তার জন্য সবরকমভাবে চেষ্টা করছি। ওই রাস্তাটা আমরা পঞ্চায়েত থেকে একবার করে দিয়েছিলাম। এখন যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে জল সব জায়গাতেই উঠে এসেছে। আমরা চেষ্টা করছি ধীরে ধীরে সব কাজ করে দিতে। ঢালাই আমরা করে দেব। তবে এখনই বললে এখনই তো কাজ করা যায় না। ম্যাপিং করতে হবে। বরাদ্দ করার পর কাজ হবে। সেটা পুজোর আগে হবে না।”