Bhangar Bomb: পুলিশের গাড়ি দেখেই দে ছুট! খালপাড় থেকে উদ্ধার বস্তাভর্তি বোমা

Satyajit Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 22, 2023 | 10:45 AM

Bhangar Bomb: বুধবার বোম্ব স্কোয়াড টিম এসে এই বোমা গুলি নিষ্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রে খবর।

Bhangar Bomb: পুলিশের গাড়ি দেখেই দে ছুট! খালপাড় থেকে উদ্ধার বস্তাভর্তি বোমা
ভাঙড়ে বোমা উদ্ধার

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: এলাকার অনেকক্ষণ ধরেই অচেনা কয়েকজন যুবক ঘোরাফেরা করছেন। বিষয়টি নজরে পড়েছিল খালপাড়ের ধারের কয়েকজন দোকানি ও স্থানীয় বাসিন্দাদের। তাঁরা গোপনে খবর দেন থানায়। দেরি করেনি পুলিশ। ভাঙড় এমনিতেই স্পর্শকাতর এলাকা। খবর পেয়ে দ্রুত হানা দেয় পুলিশও। পুলিশের গাড়ি আসতে দেখেই দে ছুট দেন যুবকরা। সন্দেহ সঠিক হয়। খালপাড়ের ধার থেকে উদ্ধার হয় বস্তাভর্তি বোমা। বস্তা ভর্তি বোমা উদ্ধার করল কাশীপুর থানার পুলিশ কর্মীরা। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই ভাঙড়ে উদ্ধার হচ্ছে বোমা এবং বন্দুক। মঙ্গলবার গভীর রাতে কাশীপুর থানা পুলিশ কর্মীরা খবর পান বানিয়ারা গ্রামে একদল দুষ্কৃতী বোমা মজুত করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বানিয়ারা খালপাড়ে হানা দেন পুলিশ কর্মীরা। পুলিশের গাড়ি দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তারপরেই পুলিশকর্মীরা বানিয়ারা খালপাড় থেকে বস্তা ভর্তি বোমা উদ্ধার করে। কে বা কারা এই বোমা মজুত করেছিল, তার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ কর্মীরা। বুধবার বম্ব স্কোয়াড টিম গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করবে।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। এলাকার বিভিন্ন জায়গা থেকে তাজা বোমা ও অস্ত্র উদ্ধার হয়। ভাঙড়ের উত্তর গাজিপুরে চাষের জমি থেকে উদ্ধার হয় বোমা। তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির পিছন থেকে বস্তাভর্তি বোমা উদ্ধার হয়। ঘটনায় তিনজন আইএসএফ (ISF) কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করে পুলিশ।

ইদানীং ভাঙড় জুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ। কেবল বোমাই নয়, একাধিক তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে বোমা বানানোর সামগ্রী, বিস্ফোরক, অস্ত্রও। তবে এক্ষেত্রে বোমাগুলি কারা কোন উদ্দেশে সেখানে মজুত করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। একাধিক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, বোমা উদ্ধার হলেও, সেভাবে গ্রেফতার করা যাচ্ছে না কাউকেই। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা সেই বিষয়টিও দেখছে।

Next Article