Bhangar Case: বিয়ের ১৬ বছর পর হয়নি সন্তান, আসলে পেটে অন্য কিছুই লুকিয়ে রেখেছিলেন মহিলা …এমনও ঘটতে পারে!

Bhangar Case: বিয়ের পর ১৬ বছরে অবশ্য সেভাবে কখনও পেটে ব্যথাও অনুভব করতে পারেননি মহিলা। পিরিয়ডও তাঁর ঠিকই চলত।

Bhangar Case: বিয়ের ১৬ বছর পর হয়নি সন্তান, আসলে পেটে অন্য কিছুই লুকিয়ে রেখেছিলেন মহিলা ...এমনও ঘটতে পারে!
মহিলার পেট থেকে উদ্ধার ৩ কেজির টিউমার (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2022 | 9:20 AM

দক্ষিণ ২৪ পরগনা: বিয়ের কয়েক বছর পর থেকেই সন্তানধারণের চেষ্টা করছিলেন। কিন্তু কোনওভাবেই সন্তান ধারণ করতে পারছিলেন না তিনি। কখনও ভ্রূণ অবস্থাতেই মৃত্যু হচ্ছিল সন্তানের। আবার কখনও ইস্যু আসতেই দেরি। অনেক চিকিৎসক দেখিয়েছেন। ডাক্তার-বদ্যি করেছেন। কিন্তু কিছুতেই ফল ইতিবাচক হয়নি। এই ভাবে কেটে যায় ১৬টা বছর। বিয়ের পর ১৬ বছরে অবশ্য সেভাবে কখনও পেটে ব্যথাও অনুভব করতে পারেননি মহিলা। পিরিয়ডও তাঁর ঠিকই চলত। ফলে সমস্যার কথা মাথায় আসেনি কারোর। কিন্তু গত কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। তলপেটে একটা চাপ ব্যথা অনুভব করছিলেন মহিলা। বাড়ির সামনেই চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তিনি স্থানান্তরিত করেন এক বেসরকারি হাসপাতালে। এরপরই চিকিৎসকদের পরীক্ষায় উঠে আসে আসল কারণ। মহিলা পেটে এতদিন ধরে বাসা বেঁধে ছিল একটা দৈত্যাকৃতি টিউমার। জরায়ুতে হওয়া সেই টিউমারের ওজন ৩ কেজি। কিন্তু এতদিনে কীভাবে কিছুই বুঝতে পারেননি ওই মহিলা? অবাক চিকিৎসকরাও। অবশেষে সোমবার ঘটকপুকুরের এক বেসরকারি হাসপাতালে মহিলার অপারেশন হয়। পেট থেকে বার করা হয় ৩ কেজি ওজনের একটি টিউমার।

বিয়ের ১৬ বছর পরেও সন্তান হচ্ছিল না ভাঙড় কাঠালিয়ার এক মহিলার। সোমবার ঘটকপুকুরের একটি বেসরকারি হাসপাতালে ওই মহিলার অপারেশন হয়। সেখানে তাঁর পেট থেকে ৩ কেজি ওজনের টিউমার উদ্ধার হয়। আপাতত সুস্থ আছেন ওই ভদ্রমহিলা।

গত কয়েকদিন ধরে সামান্য অসুস্থ বোধ করাতেই বিষয়টির উত্থাপন। তা না হলে সন্তান ধারণের আশাও ছেড়ে দিয়েছিলেন সাইমা। তিনি জানাচ্ছেন, তাঁর পেটে আচমকাই একটা ব্যথা অনুভব করছিলেন। প্রথমে সেটা মৃদু ছিল, পরে তা বেশ ভালই অনুভব করতে পারছিলেন। তলপেটে একটা ভারী বস্তু অনুভব করতে পারছিলেন তিনি। তবে এই অনুভব মাত্র কয়েকদিনের। এর আগে তিনি এভাবে কিছুই বুঝতে পারেননি।

চিকিৎসকরা জানান, মহিলার জরায়ুতে অত্যন্ত বাজেভাবে টিউমারটি ছিল। তিন ঘণ্টার চেষ্টায় অপারেশন করে টিউমারটিকে বার করা হয়। বর্তমানে সাইমা বিবি সুস্থ আছেন। চিকিৎসক এসপি রায় ও তার টিমের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন সাইনার পরিবারের লোকেরা।

চিকিৎসক বলেন, “সাইনার বিবির বয়স ৩২ বছর। বহু চেষ্টা করেও ওর বাচ্চা হচ্ছিল না। জরায়ুতে একটা বড় টিউমার হয়েছিল। সেটাকে বার করা হয়েছে। কেসটা খুব জটিল ছিল। ৩ কেজি ওজনের একটা টিউমার, বাকি ছোটো ছোটো পাঁচটা, মোট ৬ টা টিউমার ছিল। সবকটাই বার করা হয়েছে। জরায়ুকেও বাদ দিতে হয়নি। এবার দেখা যাক, ওঁর কোলে একটা বাচ্চা দিতে আমরা সক্ষম হই কিনা। এটা ওপরওয়ালার আশীর্বাদ।”

আরও পড়ুন: বেজির গলায় শিকল বেঁধে ছবি তুললেন কেন? চার ঘন্টা জিজ্ঞাসাবাদ শ্রাবন্তীকে

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মারুতির, এক সেকেন্ডের অন্যমনস্কতাই ডেকে আনল ভয়াবহ বিপদ