Canning Death: ক্যানিংয়ে রাত্রিবেলা ঘরে ঢুকে মহিলাকে গুলি করে খুন দুষ্কৃতীদের
Canning: পরিবার সূত্রে খবর, বিগত সাত বছর আগে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা-আমতলা গ্রামের ছালিমার সঙ্গে বিয়ে হয় দক্ষিণ ডেভিসাবাদ গ্রামের বাসিন্দা বাবুরালি সর্দারের সঙ্গে।
ক্যানিং: গৃহবধূকে গুলি করে খুনের অভিযোগ। বুধবার রাত্রিবেলা তাঁকে গুলি করে দুষ্কৃতীরা খুন করেছে বলে অভিযোগ। মৃতের নাম ছালিমা লস্কর সর্দার (৩১)। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডেভিসাবাদ গ্রামে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ক্যানিং থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর, বিগত সাত বছর আগে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা-আমতলা গ্রামের ছালিমার সঙ্গে বিয়ে হয় দক্ষিণ ডেভিসাবাদ গ্রামের বাসিন্দা বাবুরালি সর্দারের সঙ্গে। ওই দম্পতির পাঁচ বছরের এক ছেলেও রয়েছে।
অভিযোগ, বুধবার রাত্রিবেলা খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে ছিলেন ওই মহিলা ঘরের মধ্যে। আচমকা রাত দুটো নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী ছালিমার বাড়িতে চড়াও হয়। এরপর ওই গৃহবধূ আওয়াজ শুনে টর্চ জ্বালাতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। মুহুর্তে লুটিয়ে পড়েন মাটিতে। এ দিকে, গুলির শব্দ পেয়ে আত্মীয় প্রতিবেশীরা দৌড়ে আসেন। ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
পুলিশ এসে মৃতদেহটি ক্যানিং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার ওই দেহটির ময়নাতদন্ত করা হবে। তবে কী কারণে এই খুন তা এখনও জানা যায়নি।