Diamond Harbour: ৯ বছর চাষ করার পর আচমকা নিষেধ! বচসার পরই মালিককে কুপিয়ে খুনের অভিযোগ ভাগচাষীর বিরুদ্ধে
Diamond Harbour: পুলিশ সূত্রে খবর, ৯ বছর ধরে সুনীল হালদারের জমিতে ভাগ চাষ করত কার্তিক। কিন্তু, এবার মালিক চাষ করতে নিষেধ করেন। তা নিয়ে দু’জনের মধ্যে বচসাও হয়। এরইমধ্যে সুনীলকে একা পেয়ে কুপিয়ে খুন করে কার্তিক।

ফলতা: চাষ করতে বারণ করেছিল জমির মালিক। তাতেই রাগে মালিককে কুপিয়ে খুনের অভিযোগ ভাগচাষীর বিরুদ্ধে। এদিন বিকালে ফলতার জালালপুর এলাকায় মাঠের মধ্যে জমির মালিক সুনীল হালদারের ( ৬০) দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মৃতের শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। উত্তেজনার মধ্যেই খবর যায় পুলিশের কাছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও ঘটনার পর খোঁজ মিলছিল না অভিযুক্তের। এলাকায় শুরু হয় তল্লাশি। মিনিট পয়তাল্লিশের মধ্যেই এলাকা থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত ভাগচাষী কার্তিক কালসাকে। পুলিশের কাছে খুনের কথা স্বীকারও করে ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, ৯ বছর ধরে সুনীল হালদারের জমিতে ভাগ চাষ করত কার্তিক। কিন্তু, এবার মালিক চাষ করতে নিষেধ করেন। তা নিয়ে দু’জনের মধ্যে বচসাও হয়। এরইমধ্যে সুনীলকে একা পেয়ে কুপিয়ে খুন করে কার্তিক। শনিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। তবে এখনও খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। সেটার খোঁজে পেতে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ। পুলিশ হেফাজতের আবেদন জানান হবে আদালতে।





