Bhangar Clash: ভাঙড়ে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫ তৃণমূল কর্মী

Bhangar: গত ২১ জানুয়ারি দলীয় পতাকা লাগানোকে ঘিরে উত্তপ্ত হয় ভাঙড়। তৃণমূল ও আইএসএফের তরফে একে অপরকে লক্ষ করে ইটবৃষ্টি করতে থাকে বলে অভিযোগ।

Bhangar Clash: ভাঙড়ে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫ তৃণমূল কর্মী
গ্রেফতার ৫ তৃণমূল কর্মী (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2023 | 4:28 PM

ভাঙড়: কয়েকদিন আগে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড় (Bhangar)। পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সেই ঘটনায় পাঁচজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে তাদের। ধৃতদের রবিবার আনা হয় বারুইপুর মহকুমা আদালতে।

গত ২১ জানুয়ারি দলীয় পতাকা লাগানোকে ঘিরে উত্তপ্ত হয় ভাঙড়। তৃণমূল ও আইএসএফের তরফে একে অপরকে লক্ষ করে ইটবৃষ্টি করতে থাকে বলে অভিযোগ। ইটের আঘাতে তৃণমূল কর্মীর মাথা ফেটে যায়। ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। স্থানীয় তৃণমূল নেতা হাকিমুল ইসলামের অভিযোগ, পতাকা লাগানোর নাম করে আইএসএফের ছেলেরা আরাবুল ইসলামের নামে গালিগালাজ করছিলেন। তারই প্রতিবাদ করেন তৃণমূল সমর্থকরা। তাতেই মারধরের ঘটনা। পাল্টা আইএসএফ নেতা আবুহোসেন মোল্লার অভিযোগ, দলীয় পতাকা লাগাতে বাধা দেয় তৃণমূল। তারই প্রতিবাদ করেছিলেন তাঁদের দলের ছেলেরা। তার জন্যই মার খেতে হয়েছে।

এই ঘটনার রেশ পৌঁছয় কলকাতা পর্যন্ত। ধর্মতলা থেকে গ্রেফতার করা হয় বিধায়ক নওসাদ সিদ্দীকি সহ একাধিক আইএসএফ সমর্থককে। এখনও জামিন পাননি তিনি।