Gangasagar: আতঙ্কে দিশেহারা পুণ্যার্থীরা, গঙ্গাসাগরে তীর্থ করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা
Gangasagar: পুণ্যার্থীবোঝাই ভেসেল উঠে গেল মুড়িগঙ্গা নদীর চরে। লট এইটের কাছে বিপত্তি। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থীদের মধ্যে। ভয়ে অনেকেই চিৎকার চেঁচামেচি করতে থাকেন।
দক্ষিণ ২৪ পরগনা: ঘন কুয়াশার জেরে বিপত্তি। পুণ্যার্থীবোঝাই ভেসেল উঠে গেল মুড়িগঙ্গা নদীর চরে। লট এইটের কাছে বিপত্তি। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুণ্যার্থীদের মধ্যে। ভয়ে অনেকেই চিৎকার চেঁচামেচি করতে থাকেন।
সকাল থেকেই ঘন কুয়াশাচ্ছন্ন সুন্দরবনের উপকূল এলাকা। গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেওয়া প্রথম ভেসেলটি ঠিকমতো মুড়িগঙ্গা পেরিয়ে যায়। দ্বিতীয় ভেসেলটি কচুবেড়িয়া থেকে ৮টার সময়ে রওনা দেয়। কিন্তু দৃশ্যমানতা কম থাকায় ভেসেলটি উঠে যায় চরে। একেবারে এলসিডি ঘাটের কাছেই চরে উঠে যায় ভেসেলটি। ওই ভেসেলটিতে কয়েকশো পুণ্যার্থী ছিলেন। তাঁরা ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান সাগর থানার পুলিশ কর্তারা। উপকূল থানার পুলিশ ছোট ভুটভুটি করে ভেসেলের কাছাকাছি পৌঁছয়। পুণ্যার্থীদের ভেসেল থেকে নামানোর চেষ্টা করছেন পুলিশকর্মীরা।
গত বছরও একই ধরনের ঘটনা ঘটে। গত বছর ১৭ জানুয়ারি মকর সংক্রান্তির পুণ্যস্নান ছেড়ে ফেরার পথে মুড়িগঙ্গা নদীর চরে আটকে পড়ছিলেন দুশোর উপর পুণ্যার্থী। রাতভর চরেই কাটাতে হয়েছিল সকলকে। উত্তুরে হাওয়ার সঙ্গে ঘন কুয়াশার জেরে ঠান্ডায় অসুস্থ বোধ করতে থাকেন অনেকেই। পাঁচ ঘণ্টার এ ভাবেই কাটে।