Joynagar: রাস্তার ধারে সিভিক ভলান্টিয়রের দেহ, মৃত্যু ঘিরে রহস্য

Joynagar: পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর চারটে নাগাদ বাড়ি থেকে অটো নিয়ে বেরিয়ে পড়েন সিভিক ভলেন্টিয়ার উজ্জ্বল হালদার। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। সকাল ৭ টা নাগাদ প্রথমে স্থানীয় বাসিন্দারাই উজ্জ্বলকে অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন

Joynagar: রাস্তার ধারে সিভিক ভলান্টিয়রের দেহ, মৃত্যু ঘিরে রহস্য
নিহত সিভিক ভলান্টিয়রImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 11:12 AM

জয়নগর: এক সিভিক ভলেন্টিয়ার এর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ওই সিভিক ভলেন্টিয়রের নাম উজ্জ্বল হালদার (৩৪)। জয়নগর থানার দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েতের খাটসারা এলাকার ঘটনা। জয়নগর থানায় সিভিক ভলেন্টিয়র ছিলেন তিনি। পাশাপাশি সময়ে অটোও চালাতেন উজ্জ্বল।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর চারটে নাগাদ বাড়ি থেকে অটো নিয়ে বেরিয়ে পড়েন সিভিক ভলেন্টিয়ার উজ্জ্বল হালদার। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। সকাল ৭ টা নাগাদ প্রথমে স্থানীয় বাসিন্দারাই উজ্জ্বলকে অচৈতন্য অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। পরে খবর দেন পরিবারের সদস্যদের। তাঁরা উজ্জ্বলকে উদ্ধার করে জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। কীভাবে এই সিভিক ভলেন্টিয়রের মৃত্যু হল, তা জানতে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। সেই সঙ্গে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

কীভাবে মৃত্যু, তা বুঝতেই পারছেন না পরিবারের সদস্যরা। উজ্জ্বলের সঙ্গে কারোর কোনও শত্রুতা রয়েছে কিনা,  তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাড়ির লোকের সঙ্গেও কথা বলছেন তাঁরা। তবে এ ব্যাপারের পরিবারের সদস্যরা কোনও ‘ক্লু’ এখনও পর্যন্ত দিতে পারেননি। কাজের জায়গাতেও কোনও অশান্তি হয়েছিল কিনা, তা খোঁজ নেওয়া হচ্ছে। আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।