কুলতলি: বুধবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। রাজ্য তথা দেশজুড়ে তা সাড়ম্বরে পালিতও হয়েছে। তবে সেই দিনই এ রাজ্য থেকে সামনে এল নারী নির্যাতনের খবর। এক প্রসূতি মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। ফলত একাই ছিলেন। সেই সুযোগই কাজে লাগায় অভিযুক্ত যুবক। ফাঁকা বাড়িতে ঢুকে প্রসূতি ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলতলির। পরে পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্ত যুবককে। নির্যাতিতার অভিযোগ, রাত্রি ১১টা নাগাদ বাড়িতে ঢুকে ওই যুবককে তাঁকে ধর্ষণ করেন। এরপর তাঁর চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। এ দিকে, প্রতিবেশীদের আসার আওয়ার পেতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। তখনই ধরা পড়ে যায় সে। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
স্থানীয় সূত্রে খবর, ঘটনার দিন নির্যাতিতার স্বামী বাড়িতে ছিলেন না। দেড় বছরের সন্তানকে নিয়ে বাড়িতে একাই ছিলেন প্রসূতি। তাঁর স্বামী রং-এর কাজ করেন। সেই কারণে প্রায়শই তাঁকে বাড়ির বাইরে থাকতে হয়। আর সেই সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত যুবক বলে মত এলাকাবাসীর।
নির্যাতিতার বক্তব্য, অভিযুক্ত তাঁর পুর্ব পরিচিত। মাঝেমধ্যে তাঁরা ফোনে কথাও বলতেন। বাড়িতে স্বামী না থাকায়, তার একা থাকার সুযোগে জোর করে বাডিতে ঢুকে ধর্ষণ করে। এই ঘটনায় নির্যাতিতা নিজেই কুলতুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। ধৃতকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। এলাকার পুলিশ-প্রশাসনকে আরও সক্রিয় থাকার অনুরোধ তাঁদের। তবে এই ঘটনায় আরও একবার রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল তা বলার অপেক্ষা রাখে না।