Local Train: রেললাইনে ‘ছোটা হাতি’ গাড়ি হিঁচড়ে গিয়ে গেল ট্রেন, বড় দুর্ঘটনা এড়াল ক্যানিং লোকাল
Local Train: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ছোটা হাতি গাড়িটিকে হিঁচড়ে অন্তত ২০-২৫ মিটার নিয়ে যান ট্রেনটি। এই ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷

সোনারপুর: বড়সড় দুর্ঘটনা এড়াল ক্যানিং লোকাল। সোনারপুরে রেললাইনের উপর একটি গাড়িকে হিঁচড়ে নিয়ে গেল লোকাল ট্রেন। সোমবার রাতের ঘটনা। সোনারপুরের গণশক্তি মোড়ে একটি লেভেল বিহীন ক্রসিংয়ে ওই ঘটনা ঘটে। কোনও ক্রমে রক্ষা পায় ওই ছোটা হাতি গাড়ির চালক। ট্রেন আসার বিষয়টি আগে থেকে বুঝতে পেরে পালিয়ে যান তিনি।
জানা গিয়েছে, ম্যাটাডোরটি রাস্তা পারাপার করছিল৷ সোমবার রাতে ঠিক সেই সময় ক্যানিং লোকাল ট্রেনটি স্টেশন ছেড়ে ক্যানিংয়ের দিকে যাওয়ার পথে ধাক্কা দেয় ওই গাড়িটিকে। শুধু তাই নয়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ছোটা হাতি গাড়িটিকে হিঁচড়ে অন্তত ২০-২৫ মিটার নিয়ে যান ট্রেনটি। এই ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷
খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর জিআরপি, আরপিএফ ৷ পৌঁছে যান রেলের আধিকারিকরাও ৷ ট্রেনের কোনও ক্ষতি হয়েছে কি না, তা দেখার পরই ট্রেন চলাচল শুরু হয়। যাত্রীদের মাঝপথে বিড়ম্বনায় পড়তে হয়। বাড়ি ফেরার তাড়া থাকায়, অনেকেই ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করে দেন। এক যাত্রী জানিয়েছেন, বড়সড় বিপদ ঘটতে পারত।
