Loksabha Election: ভোটই দিতে পারলেন না ববি, চড়ছে ক্ষোভের আগুন
Loksabha Election: বিজেপি প্রার্থীর অভিযোগ, ডায়মন্ড হারবারের বিভিন্ন বুথে ছাপ্পা হয়েছে। অভিযোগ পেয়ে তিনি যখন ফলতার বুথে যান, তখন তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। তিনি নিজের কেন্দ্রে ফিরতে পাননি। সন্ধ্যা ৬টা বেজে যায়। এজেন্ট কর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারে উঠল পুনর্নির্বাচনের দাবি। ভোটই দিতে পারেননি ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। কাঠগড়ায় ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ও জেলাশাসক। ভোটে ছাপ্পার অভিযোগ তোলে বিজেপি। বুথে বুথে যাওয়া শুরু করতেই দফায় দফায় বাধার মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে। আর তার জন্য নিজের কেন্দ্রে পৌঁছতেই সন্ধ্যা হয়ে যায় তাঁর। সময় পেরিয়ে যায়। আর সেই কারণেই ভোট দিতে পারলেন না ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী। ডায়মন্ড হারবারের ৪৭০ টি বুথে পুনর্নির্বাচনের আবেদন করেছেন বিজেপি প্রার্থী।
বিজেপি প্রার্থীর অভিযোগ, ডায়মন্ড হারবারের বিভিন্ন বুথে ছাপ্পা হয়েছে। অভিযোগ পেয়ে তিনি যখন ফলতার বুথে যান, তখন তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। তিনি নিজের কেন্দ্রে ফিরতে পাননি। সন্ধ্যা ৬টা বেজে যায়। এজেন্ট কর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁদেরেও অনেকে ভোট দিতে পারেননি। অভিজিৎ দাসের বক্তব্য, “প্রচুর ছাপ্পা পড়েছে। আমি রিপোলিং চাইছি। অন্যান্য বিরোধীরাও তাই চাইবেন। এমনকি যাঁরা পুরনো তৃণমূল প্রার্থী তাঁরাও চাইবেন পুনর্নির্বাচন হোক। যদিও বাতিল না হয়, অন্তত ৪৬০টা বুথে রিপোলিং হোক।” একই দাবি তুলেছেন সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান।
তৃণমূলের তরফে অরূপ চক্রবর্তী বলেন, “ডায়মন্ড হারবারের বিজেপি আর সিপিএম তো আলাদা নয়। আসলে বাংলার মানুষ জবাব দিয়ে দিয়েছে। ডায়মন্ড হারবারে তো প্রার্থীই খুঁজে পাচ্ছিল না বিজেপি সিপিএম। ডায়মন্ড হারবারের মডেল বাংলার মানুষ আপন করে নিয়েছে। “
