দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর কলেজের পরিচালন কমিটির সভাপতির পদ থেকে সরানো নিয়ে বর্তমান বিধায়কের বিরুদ্ধে মামলা প্রাক্তন বিধায়কের ৷ প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল ৷ কলকাতা হাইকোর্টে লাভলির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রাক্তন বিধায়ক। মঙ্গলবারই এই মামলার শুনানি রয়েছে। সোনারপুর মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ছিলেন সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায় ৷ আগামী ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ ছিল ৷ তার আগেই বর্তমান বিধায়ক অরুন্ধতী ওরফে লাভলি মৈত্র ক্ষমতা দখলের জন্য পরিচালন কমিটির সভাপতি পদ থেকে তাকে সরিয়ে দেন বলে অভিযোগ ৷ জীবন মুখোপাধ্যায়ের পাশাপাশি এই কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান প্রণবেশ মন্ডলকেও ৷ পেশায় আইনজীবি প্রণবেশ এই ঘটনায় প্রকাশ্যে কোনও মন্তব্য করতে নারাজ ৷ তবে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন মুখোপাধ্যায় ৷ লাভলি মৈত্রকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, “সভাপতি হওয়ার ইচ্ছে হয়েছে, তাই নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে যেভাবে হোক ক্ষমতা দখল করার চেষ্টা করেছেন তিনি ৷” অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন লাভলি মৈত্র ৷ যা বলার পরে বলবেন বলে জানান তিনি ৷ তবে এই বিষয়ে পূর্বতন ও বর্তমান কলেজ কমিটির সদস্য রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস জানিয়েছেন বিষয়টি বিচারাধীন ৷ তাই এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি নন ৷
এই ঘটনায় তৃণমূলকে কড়া আক্রমণ করেছেন বিজেপি নেতা ও পেশায় শিক্ষক রঞ্জন বৈদ্য ৷ তাঁর বক্তব্য, জীবন মুখোপাধ্যায় একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তৃণমূল দলের আর সম্পদ নন তিনি ৷ তাই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ বর্তমান বিধায়ক কিছু পাওয়ার আশাতেই এই পদ দখল করেছেন বলে তাঁর অভিযোগ ৷
বামনেতা সুজন চক্রবর্তী বলেন, ” স্কুল, কলেজ, হাসপাতাল কমিটিতেই দখলদারি করছে তৃণমূল৷ দলতন্ত্র কায়েম করার চেষ্টা করা হচ্ছে।”