Maheshtala: মধ্য়রাতে স্বামীর কাছে আসে ফোন…মহরমে রাতে গলির মুখে গিয়ে স্ত্রীর অবস্থা দেখে স্তম্ভিত ব্যক্তি
Maheshtala: মৃতার স্বামী জানিয়েছেন, গতকাল মহরমের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন শিল্পী। তবে রাত দুটো বেজে গেলেও বাড়িতে ঢোকেননি তিনি। এরপর খোঁজ খবর শুরু করেন তাঁরা।

মহেশতলা: পবিত্র মহরম উপলক্ষে বাড়ির বাইরে বেরিয়েছিলেন স্বামী। কিন্তু রাত হয়ে যাওয়ার পরও ফিরে আসেননি তিনি। তাই নিয়ে চিন্তিত হয়ে পড়েন স্ত্রী। মধ্যরাতে স্বামীকে খুঁজতে বের হন। তারপরই স্বামীর কাছে খবর আসে স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। কার্যত স্তম্ভিত হয়ে যান ব্যক্তি। এরপর খবর যায় মহেশতলা থানায়। সেখানেই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
ঘটনাটি ঘটেছে মহেশতলার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগততলায়। পরিবার সূত্রে খবর, মৃতের নাম শিল্পী বিবি (৩৪)। তিনি পেশায় একজন নার্স। তাঁর স্বামীর অভিযোগ, কেউ তাঁর স্ত্রীকে খুন করেছেন। মৃতার গলায় ওড়না পেঁচানো ছিল। যার বাড়ির সামনে দেহটি পড়ে ছিল, সেই বাড়ির একজনকে আটক করে মহেশতলা থানায় নিয়ে আসা হয়।
মৃতার স্বামী জানিয়েছেন, গতকাল মহরমের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তবে রাত হয়ে গেলেও বাড়িতে ঢোকেননি তিনি। তাঁর খোঁজেই বেরিয়ে যান শিল্পী। আড়াইটে নাগাদ তাঁর ফোন যায় স্ত্রী অচৈতন্য অবস্থায় গলির মোড়ে পড়ে রয়েছেন। স্থানীয় বাসিন্দা বলেন, “আমি বাটা মোড়ে দাঁড়িয়ে চা পান করছিলাম। সেই সময় আমার কাছে খবর আসে এক মহিলা পড়ে রয়েছেন। আমি দেখতে যাই। তারপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে চলে যায়।”





