AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mimi Chakraborty: রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে ‘স্বাগত’ জানালেন মিমি!

Baruipur: মিমি বলেন,"এখন তাঁরা তাদের ভুল বুঝতে পেরেছেন। তাই ফিরে এসেছেন।"

Mimi Chakraborty: রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে 'স্বাগত' জানালেন মিমি!
বারুইপুরে বক্তব্য রাখছেন মিমি চক্রবর্তী
| Edited By: | Updated on: Nov 01, 2021 | 7:43 AM
Share

বারুইপুর: গতকাল শাসকদলে ফের ঘরওয়াপসি হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তাঁর যোগদানের পরই শাসকদলের অন্দরে শুরু হয়েছে নানা চাপানুতর। কেউ-কেউ বিষয়টিকে ভালোভাবে মেনে নিলেও বলা বাহুল্য মনক্ষুন্ন হয়েছে অনেক নেতারই। আর এইবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলে পুনরায় যোগদান করা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী।

গতকাল বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মিলনী ও দীপাবলির শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিমি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”ভোটের সময় যারা দলত্যাগ করে অন্য দলে যোগদান করেছিল তারা ভেবেছিল হয়ত তৃণমূল আর ক্ষমতায় আসবে না। সেই কারণেই তারা দলবদল করেছিল। এখন তাঁরা তাদের ভুল বুঝতে পেরেছেন। তাই ফিরে এসেছেন।” তৃণমূল এই নেত্রী আরও বলেন,” আসলে দিদির কোনও বিকল্প নেই। দিদিই শেষ কথা বাংলায়। আমরা কেউ ওনাকে মুখ্যমন্ত্রী বলি না। ‘দিদি’বলে সম্বোধন করি। অর্থাৎ দিদি মানে আমাদের ঘরের মানুষ। এই মানুষটার সঙ্গে আমাদের বাংলার প্রতিটি মানুষ রয়েছে। সেই কারণে যারা দল বদল করেছিলেন। তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। আবার ফিরে আসছেন। তাঁদের স্বাগত দলে।”

উল্লেখ্য, গতকাল ত্রিপুরায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে পুনরায় শাসকদলে যোগদান করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী তথা ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক দলে ফিরলেন ত্রিপুরায় গিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে বিজেপিকে নিশানা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইলেন রাজীব। জানালেন তিনি লজ্জিত ও অনুতপ্ত।

মঞ্চে কুণাল ঘোষের পর বক্তব্য রাখেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে জটিলতা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “খালি আমি ভাবছি এত ভয় কীসের? ভয় কখন হয়? যখন গদি টলমল হয়। আর আজ ত্রিপুরায় গদি টলমল হয়ে গেছে। তাই এত ভয় পাচ্ছেন…”

তিনি আরও যোগ করেন, “অনেককে আসতে দেওয়া হচ্ছে না। কাল ঘুরেছি। প্রত্যেকের একটা কথা, দাদা কত তাড়াতাড়ি পরিবর্তন আসবে ত্রিপুরায়? সেই ত্রিপুরায় যিনি পরিবর্তন আনবেন তাঁরা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ত্রিপুরায় পরিবর্তন আসছে।”

রাজীব তার পরই যোগ করেন, “আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি আবার তাঁর ঘরে ফেরানোর জন্য আমাকে অনুমতি দিয়েছেন। আমি প্রণাম ও সম্মান জানাই নেত্রীকে। আমি ভুল করেছিলাম। স্বীকার করছি আমি ভুল করেছিলাম। একটা অভিমানে, জেদের বশে, রাগের বশে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিনও আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানা করেছিলেন। তাই আজ বলতে দ্বিধা নেই। অভিষেক আমাকে আধঘণ্টা ধরে বুঝিয়েছিলেন। আমি লজ্জিত এবং অনুতপ্ত।”

আরও পড়ুন: Howrah: পড়ছে মুড়ি-মুড়কির মতো বোমা, রাজীব ঘনিষ্ঠ হাওয়াই কি পঞ্চায়েত প্রধানের বাড়িতে হামলা?