Narendrapur Student Body: বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর জলে নেমেছিল, নরেন্দ্রপুরে নবম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যুতে গ্রেফতার ৪ বন্ধু

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 21, 2022 | 10:31 AM

Narendrapur Student Body: মঙ্গলবার দেহের ময়নাতদন্ত করা হয়নি। বুধবারই দেহের ময়নাতদন্ত হবে। ঘটনার ভিডিয়োগ্রাফি করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

Narendrapur Student Body: বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর জলে নেমেছিল, নরেন্দ্রপুরে নবম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যুতে গ্রেফতার ৪ বন্ধু
নরেন্দ্রপুরে ছাত্রের রহস্যমৃত্যুতে নয়া তথ্য

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুরে নবম শ্রেণির ছাত্রীর ঘটনায় চার ছাত্রকে আটক করেছে পুলিশ। প্রত্যেকেই নাবালক। কীভাবে নবম শ্রেণির ওই ছাত্রের মৃত্য হয়েছে, প্রাথমিকভাবে একটা তত্ত্ব জানা যাচ্ছে। প্রাথমিকভাবে ওই চার নাবালককে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, নির্জন জলাশয়ের পাশে বসে মদ্যপান করেছিল নবম শ্রেণির ছাত্ররা। ওই অবস্থায় জলে নেমেই এই বিপত্তি। এই ঘটনায় ৩০২ ও ২০১ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনায় একজন ছাত্র এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

তবে মঙ্গলবার দেহের ময়নাতদন্ত করা হয়নি। বুধবারই দেহের ময়নাতদন্ত হবে। ঘটনার ভিডিয়োগ্রাফি করা হবে বলেও পুলিশ জানিয়েছে। ধৃতদের জুভেনাইল আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, নরেন্দ্রপুর থানার খেয়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাইবেরাবাদ এলাকায় বিশাল করণ নামে নবম শ্রেণির এক ছাত্রের দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়ে স্কুলে গিয়েছিল। কিন্তু বিকালে না বেরনোয় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেন।

এলাকারই নির্জন জলাশয় থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার হয়। পরিবার প্রথম থেকেই এটিকে খুনের অভিযোগ তুলে আসছিল। কারণ বিশাল ভাল সাঁতার জানতেন। কিন্তু কোমর সমান জলে সে কীভাবে ডুবে যেতে পারে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ছুটির পর এক বান্ধবী ও চার বন্ধুর সঙ্গে দেখা গিয়েছিল বিশালকে। সেই সূত্র ধরেই তদন্ত শুরু হয়। তারপরই বেরিয়ে আসে আসল তথ্য। চার জনই নাবালক  হওয়ায় তাদেরকে জুভেনাইল আদালতে পেশ করা হবে। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Next Article