Canning: জমি বিবাদের জের, অন্তঃসত্ত্বা যুবতীর পেটে লাথি মারার অভিযোগ ক্যানিংয়ে
Canning: অভিযোগ, সম্প্রতি ফের টাকার জন্য মধু সর্দারের পরিবারের উপর চাপ দিচ্ছিল সন্তু সর্দার। বাড়িতে ইটও ছোড়া হয় বলে দাবি মধুর পরিবারের লোকজনের। অভিযোগ, দশ হাজার টাকার জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছিল।

ক্যানিং: জমি বিবাদের জেরে অন্তঃসত্ত্বা যুবতীর পেটে লাথি মারার অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর পঞ্চায়েতের হেড়োভাঙা গ্রামে। পুলিশে অভিযোগ দায়ের। এই গ্রামেই বাড়ি পাঁচু সর্দার ও মধু সর্দারের। স্থানীয় সূত্রে খবর, জমি নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। মাঝে তা চরমে উঠলে আসরে নামতে হয় এলাকার জনপ্রতিনিধিদের। মীমাংসাও হয়ে যায় বলে খবর। কিন্তু তারপরেও কাটেনি জট।
অভিযোগ, সম্প্রতি ফের টাকার জন্য মধু সর্দারের পরিবারের উপর চাপ দিচ্ছিল সন্তু সর্দার। বাড়িতে ইটও ছোড়া হয় বলে দাবি মধুর পরিবারের লোকজনের। অভিযোগ, দশ হাজার টাকার জন্য লাগাতার চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু, টাকা দিতে না পারলে বৃহস্পতিবার রাতে ফের মধুর বাড়িতে চড়াও হয় সন্তু।
এলাকা সূত্রে খবর, রাতে ফের একবার অশান্তি চরমে ওঠে। মধু সর্দার ও তাঁর স্ত্রী সাবিত্রী সর্দারকে মারধর করে বলেও অভিযোগ। চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন মধুর অন্তঃসত্ত্বা মেয়ে নীলিমা। অভিযোগ, তাঁকেও রেয়াত করা হয়নি। তাঁর পেটে লাথি মারা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ক্যানিং হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছাড়ায় এলাকায়। ক্যানিং থানায় অভিযোগও দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।





