Baruipur: এমনও হয়, বিএলও-র কীভাবে কাজ করছেন, কীর্তি ফাঁস হতেই চক্ষু চড়কগাছ!
Baruipur BLO: যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তিনি বিএলও দায়িত্ব থেকে ইতিমধ্যেই অব্যাহতি পাওয়ার জন্য চিঠিও দিয়েছেন।কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য চিত্র।দেবী হালদারের পরিবর্তে কাজ করছেন তাঁরই আত্মীয় সম্পর্কে জা ৯৬ নম্বর বুথের বিএলও দায়িত্বপ্রাপ্ত রমা হালদার।

দক্ষিণ ২৪ পরগনা: এসআইআর-এর প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষের পথে। কিন্তু এখনও বিএলও-দের কেন্দ্র করে বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না। এবার এমন একটি খবর সামনে এলে, যে অসুস্থ বিএলও-র হয়ে ‘প্রক্সি’ দিচ্ছেন তাঁরই আত্মীয়। অন্য বুথের বিএলও কাজ করছেন আরও এক বুথে। এরকমই ছবি ধরা পড়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের হাড়দহের ৯৪ নম্বর বুথে। কীভাবে একজন বিএলও-র কাজ অন্য বুথের বিএলও করছেন, এই নিয়ে প্রশ্ন উঠছে।
হাড়দহ গ্রাম পঞ্চায়েতের ৯৪ নম্বর বুথে বিএলও-র তালিকায় নাম জ্বলজ্বল করছে এক তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যার নাম। সোমা সেন নামের ওই বিএলও তিনি স্থানীয় রামনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যা। নির্বাচন কমিশনে তাঁকে নিয়ে অভিযোগ জমা পড়ায় হাড়দহ গ্রাম পঞ্চায়েত ও বারুইপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী দেবী হালদারকে তড়িঘড়ি চার ডিসেম্বর ৯৪ নম্বর বুথের বিএলও হিসাবে দায়িত্ব দেওয়া হয়।
আর যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তিনি বিএলও দায়িত্ব থেকে ইতিমধ্যেই অব্যাহতি পাওয়ার জন্য চিঠিও দিয়েছেন।কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য চিত্র।দেবী হালদারের পরিবর্তে কাজ করছেন তাঁরই আত্মীয় সম্পর্কে জা ৯৬ নম্বর বুথের বিএলও দায়িত্বপ্রাপ্ত রমা হালদার। এখানেই প্রশ্ন উঠেছে যে একজন বি এল ও কাজ অন্য বিএলও করতে পারেন কিনা?
সেই সঙ্গে বারুইপুর ব্লক প্রশাসনের ভূমিকা ও প্রশ্নের মুখে।যদিও যাকে ঘিরে এতো বিতর্ক সেই তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যা সোমা সেন ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি।
অভিযুক্ত বিএলও রমা হালদার বলেন, “৯৪ পার্টের যিনি ছিলেন, সোমা সেন, তাঁর নামে একটা অভিযোগ এসেছিল, তখন ওপর থেকে বলা হল, দেবী হালদারের নামে নিয়োগপত্র দিয়ে কাজটা সম্পন্ন করা হোক। আমাকেও বলা হয়েছিল। আসলে দেবী অসুস্থ, তাই আমি তাঁর হয়ে কাজ করেছি।” দেবী হালদার নিজেও স্বীকার করছেন, “আমাকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু আমি কাজ করিনি। আমি অসুস্থ, রমা আমার জা হন।”
