South 24 Parganas Accident: বকখালিতে পিকনিক সেরে ফিরছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, ভয়ঙ্কর ঘটনা

Bakkhali Accident: বকখালি থেকে পিকনিক করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ম্যাটাডোর ও ছোটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নামখানার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে খালে উল্টে গিয়ে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

South 24 Parganas Accident: বকখালিতে পিকনিক সেরে ফিরছিলেন, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, ভয়ঙ্কর ঘটনা
বকখালিতে দুর্ঘটনা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2023 | 10:59 AM

দক্ষিণ ২৪ পরগনা: বকখালিতে পিকনিক সেরে ফিরছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাটাডোর ধাক্কা মারে আরেকটি গাড়িতে। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাটাডোর উল্টে যায়। রবিবার মধ্যরাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ও কাকদ্বীপে পৃথক দুটি দুর্ঘটনায় জখম সাত জন। জানা গিয়েছে, বকখালি থেকে পিকনিক করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ম্যাটাডোর ও ছোটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নামখানার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে খালে উল্টে গিয়ে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, ম্যাটাডোরে ২৫ জন যাত্রী ছিল। তাঁদের মধ্যে পাঁচ জনের আঘাত গুরুতর। পুলিশ মনে করছে, চালক মত্ত অবস্থায় ছিলেন। তারই মধ্যে রেষারেষি করছিলেন দুই গাড়ির চালক। অন্যদিকে একটি মাছ বোঝাই ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে ট্রাফিক কিয়স্কে ধাক্কা মেরে উল্টে যায়।

এই ঘটনায় ম্যাটাডোরের চালক ও খালাসি গুরুতর আহত হয়েছেন। ম্যাটাডোরটি মাছ নিয়ে নামখানা থেকে ডায়মন্ড হারবার যাচ্ছিল। যাওয়ার পথে ১১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। চালক মত্ত অবস্থায় ছিল বলে পুলিশ জানতে পেরেছে। ট্রাফিক কিয়স্কটি পুরোপুরি ভেঙে গিয়েছে। ম্যাটাডোরটি খুব গতিতে আসছিল। সকলকেই উদ্ধার করে পুলিশ কাকদীপ মহকুমা হাসপাতালে ভর্তি করেছে।

বর্ষবরণে দুর্ঘটনা, অপ্রীতিকর অবস্থা এড়াতে পুলিশের তরফ থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছিল। বিভিন্ন জায়গায় নাকাচেকিংয়ের ব্যবস্থাও ছিল। তবুও শহর রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনার খবর সামনে এসেছে। মূলত মত্ত অবস্থায় গাড়ি চালানোই দুর্ঘটনার প্রধান কারণ। পুলিশের তরফ থেকে একাধিক সতর্কতার পরও যেভাবে মত্ত অবস্থায় গাড়ি চালিয়েছেন অনেকে, এই দুর্ঘটনা তারই প্রমাণ। দুটি দুর্ঘটনার ক্ষেত্রেই আহতরা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।