AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘এখনও যেসব হিন্দু তৃণমূল ও সিপিএমকে সমর্থন করেন…’, কী বললেন শুভেন্দু?

Suvendu Adhikari: দক্ষিণ ২৪ পরগনায় অনুপ্রবেশ নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। সেখানকার জনবিন্যাস বদলে দেওয়ার অভিযোগ তোলেন। দক্ষিণ ২৪ পরগনার আদি বাসিন্দারা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন বলে মন্তব্য করেন। এরপরই তৃণমূল ও সিপিএম সমর্থক হিন্দুদের বার্তা দেন তিনি।

Suvendu Adhikari: 'এখনও যেসব হিন্দু তৃণমূল ও সিপিএমকে সমর্থন করেন...', কী বললেন শুভেন্দু?
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 20, 2025 | 12:23 AM
Share

রায়দিঘি: গত কয়েকমাস ধরেই হিন্দুদের একজোট হওয়ার ডাক দিচ্ছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভের পর ফের সেই বার্তা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীতাঁর বক্তব্য, যে সকল হিন্দু তৃণমূল বা সিপিএম করেন, তাঁরা এখনও ভাবুন।

রবিবার রায়দিঘিতে কালীপুজোর একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শুভেন্দু। সেখানে যাওয়ার পথে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গাড়িতে চাপড় মারা হয়। এই নিয়ে ক্ষোভ উগরে দেন বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, রাজনৈতিক কর্মসূচিতে নয়। কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। তারপরও তাঁকে আটকানোর চেষ্টা করা হল।

শুভেন্দু বলেন, “এটা একটা প্রীতিপূর্ণ অনুষ্ঠান। সব হিন্দুরা এসেছেন অনুষ্ঠানে। আমি হিন্দু হিসাবে এসেছি। দলের ঝান্ডা নিয়ে আসিনি। আমায় রাস্তার উপর আটকানো চেষ্টা করছে। গাড়িতে ধাক্কা মারছে। গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছে। আমি ধর্ম পালন করতে এসেছি। আমি আজ বিজেপি করতে আসিনি। আমি হিন্দু ধর্ম পালন করতে এসেছিলাম। মায়ের দর্শন করতে এসেছি।”

এরপরই দক্ষিণ ২৪ পরগনায় অনুপ্রবেশ নিয়ে সরব হন তিনি। সেখানকার জনবিন্যাস বদলে দেওয়ার অভিযোগ তোলেন। দক্ষিণ ২৪ পরগনার আদি বাসিন্দারা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন বলে মন্তব্য করেন। বিধানসভা নির্বাচনে বিজেপিকে জিততে হলে হিন্দুদের একজোট হতে হবে বলে গত কয়েকমাস ধরে বলে আসছেন শুভেন্দু। এদিন ফের সেকথা শোনা গেল তাঁর কণ্ঠে। যেসব হিন্দু তৃণমূল কিংবা সিপিএমকে সমর্থন করেন, তাঁদের বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “বাংলাদেশে যে ভাবে হিন্দুদের সংখ্যা কমছে, হিন্দুরা হারিয়ে যাওয়ার পথে। আজ পশ্চিমবঙ্গ তো বটেই, সব থেকে দক্ষিণ ২৪ পরগনায় বেশি করে হচ্ছে। আমি এখনও বলব যে সকল হিন্দুরা তৃণমূল বা সিপিএম করছেন, বলব ভাবুন আপনাদের অবস্থাও যোগেন মণ্ডলের মতো হবে।”