Baruipur: ভিতরে সুজন, বারুইপুরে সিপিএমের পার্টি অফিসে ঢুকল টিএমসিপি সমর্থকরা, তালা দিল গেটে
Baruipur: বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সামনেই সিপিএমের পার্টি অফিসের গেটে তালা লাগিয়ে দেন। ভিতরে তখনও সুজনরা ছিলেন।

বারুইপুর: সিপিএমের জেলা পার্টি অফিসে ঢুকে তাণ্ডবের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ভিতরে তখন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বৈঠক করছেন। টিএমসিপি-র সদস্যরা বারুইপুরে সিপিএমের পার্টি অফিসে ঢুকে স্লোগান দিতে থাকেন। এরপর পার্টি অফিসের গেটেও তালাও লাগিয়ে দেন। পুলিশের সামনে এসব হলেও তারা নির্বিকার থাকে বলে অভিযোগ সিপিএমের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। রাজ্যজুড়ে প্রতিবাদে নেমেছে। সোমবার বারুইপুর কলেজের টিএমসিপি-র সদস্যরা বারুইপুরে সিপিএমের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। তারপর আচমকা সিপিএমের পার্টি অফিসের ভিতরে ঢুকে যান। সুজন চক্রবর্তী-সহ সিপিএমের অন্য নেতারা তখন ওই পার্টি অফিসে বৈঠক করছিলেন। সিপিএমের পার্টি অফিসের ভিতরে ঢুকে স্লোগান দিতে থাকেন টিএমসিপি সমর্থকরা। সিপিএম কর্মীদের সঙ্গে বচসাও বাধে তাঁদের।
বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সামনেই সিপিএমের পার্টি অফিসের গেটে তালা লাগিয়ে দেন। ভিতরে তখনও সুজনরা ছিলেন। সিপিএমের পার্টি অফিসের গেটে তালা লাগিয়ে চলে যান টিএমসিপি সমর্থকরা।
এই খবরটিও পড়ুন




এই ঘটনার নিন্দা করে স্থানীয় এক সিপিএম নেতা বলেন, “তৃণমূলের গুন্ডারা পার্টি অফিসে ঢুকে পড়ে। পুলিশের সামনে তালা লাগিয়েছে। কিন্তু, পুলিশ নির্বিকার থেকেছে। তবে আমরা শঙ্কিত নই। আমরা মরতেও রাজি আছি।”





