জয়নগর: ঘরের মধ্যে ঢুকেই ঘুমন্ত যুবককে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মধ্য রাতে যুবকের আর্তনাদে ছুটে আসে পরিবারের লোকজন। আশঙ্কা জনক অবস্থায় গুলিবিদ্ধ যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আহত যুবকের নাম জাহির লস্কর। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। রবিবার রাত ২টো নাগাদ হঠাৎই গুলি শব্দ শোনা যায়। তার পরই জাহির লস্করের আর্তনাদ শোনা যায়। সঙ্গে সঙ্গে জাহিরের ঘরে যান পরিবারের লোকজন। তাঁরা দেখেন, জাহিরের ডান দিকের বুকের পাঁজরে গুলি লেগেছে। তড়িঘড়ি সেই অবস্থায় জাহিরকে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখান থেকে তাঁকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
জাহিরের উপর গুলি চালনার ঘটনায় প্রতিবেশী আলাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন জাহিরের পরিবারের লোকরা। আলাউদ্দিন লস্কর জাহিরের প্রতিবেশী। জাহিরের পরিবারের অভিযোগ, প্রতিবেশী আলাউদ্দিন লস্করের সঙ্গে তাঁর বিবাদ ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলাউদ্দিন লস্করের স্ত্রীর সঙ্গে জাহির লস্করের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই কারণেই ২ জনের মধ্যে ঝামেলা। অভিযোগ, জাহিরকে খুনের হুমকিও দিয়েছিল আলাউদ্দিন।যদিও পরিবারের লোকজন বসে দুই পক্ষের মধ্যে মিটমাট করে দেয় বলে জানা গিয়েছে। গত তিন দিন আগে জাহির কেরল থেকে বাড়িতে ফিরেছিল। জাহির লস্কর ও আলাউদ্দিন লস্কর দু’জনেই কেরলে শ্রমিকের কাজ করে। জাহিরের পরিবারের লোকের অভিযোগ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে আলাউদ্দিন। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
ঘটনা নিয়ে জাহিরের বাবা আবু জাফর লস্কর বলেছেন, “আলাউদ্দিনের বউয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে ঝামেলা হয়েছিল। কিন্তু মিটমাট হয়ে যায়। দিন তিনেক আগে বাড়ি এসেছে। কাল রাতে আমার ছেলের উপর গুলি চালিয়েছে। তখন ঘরে ঘুমাচ্ছিল। ঘরে ঢুকে গুলি করেছে।”