Train Delayed: উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই রেল পরিষেবায় গণ্ডগোল! স্টেশনেই দাঁড়িয়ে থাকল একের পর এক ট্রেন
Train Delayed: মূলত, দক্ষিণ ২৪ পরগনার বজবজ, মহেশতলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে শিয়ালদহের সঙ্গে যুক্ত হয়েছে এই রুট।

মাঝেরহাট: সপ্তাহের প্রথম কাজের দিনেই রেলে বিপত্তি। ঘণ্টা খানেকের জন্য বন্ধ হয়ে গেল রেল পরিষেবা। ভোগান্তিতে যাত্রীরা।
ঘটনা শিয়ালদহের দক্ষিণ শাখার মাজেরহাট স্টেশনের। স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় হঠাৎ করে বিভ্রাটের জেরে খানিকের জন্য থমকে যায় রেল পরিষেবা। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ম্যানুয়াল সিগন্যাল ব্যবস্থায় ট্রেন চালাতে শুরু করে রেল কর্তৃপক্ষ।
মূলত, দক্ষিণ ২৪ পরগনার বজবজ, মহেশতলা-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে শিয়ালদহের সঙ্গে যুক্ত হয়েছে এই রুট। সেই কারণেই সোমের সকালে এমন গুরুত্বপূর্ণ লাইনে সিগন্যাল বিভ্রাটের জেরে বেশ চাপে পড়ে যায় স্টেশন কর্তৃপক্ষ। তার মধ্য়ে আজ আবার শুরু হয়েছে উচ্চ মাধ্য়মিক। সুতরাং, চিন্তা যে বেড়ে দ্বিগুণ হয়ে যায় সেই নিয়েও কোনও সন্দেহ নেই।
জানা গিয়েছে, সকাল ৭টা ৩৫ মিনিট নাগাদ ধরা পড়ে সেই বিভ্রাট। তখনই ম্যানুয়াল সিগন্যাল ব্যবস্থায় শুরু হয় পরিষেবা। ৮টা ৪৮ মিনিট নাগাদ দূর হয় সেই যান্ত্রিক গোলযোগ। এই সময়কালে একেবারে ধীর হয়ে যায় মাঝেরহাট স্টেশনের রেল পরিষেবা। স্টেশন চত্বরেই পরপর দাঁড়িয়ে থাকে একের পর এক ট্রেন। মেরামতি শেষ হলেই মেলে রেহাই।





