AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raiganj: উদ্বেগ বাড়াচ্ছে করোনা, চারটি ওয়ার্ডে মাইক্রো কনটেইনমেন্ট জ়োন ঘোষণা

North Dinajpur: ইতিমধ্যে সেখানে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন।

Raiganj: উদ্বেগ বাড়াচ্ছে করোনা, চারটি ওয়ার্ডে মাইক্রো কনটেইনমেন্ট জ়োন ঘোষণা
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Jan 07, 2022 | 2:36 PM
Share

রায়গঞ্জ: রাজ্যে হু-হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুধু কলকাতা নয়, পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে জেলাগুলিতে। একের পর এক জেলা থেকে খবর মিলেছে স্বাস্থ্য কর্মী, চিকিৎসক, নার্সদের আক্রান্ত হওয়ার খবর। ইতিমধ্যে ২ জন স্বাস্থ্য কর্মী সহ পৌর এলাকায় আক্রান্ত ৯ জন। যার জেরে চারটি ওয়ার্ডে মাইক্রো কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করল পৌরসভা।

কোভিড উদ্বেগ ক্রমেই বাড়ছে রায়গঞ্জ শহরে। একদিনেই কোভিড সংক্রমিত ৯জন। যাদের মধ্যে রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের দুজন স্বাস্থ্য কর্মীও রয়েছেন। এদের মধ্যে একজন ‘সুপার স্প্রেডার’ হিসাবে চিহ্নিত হয়েছে স্বাস্থ্য দফতর। আর ক্রমবর্ধমান সংক্রমণের জেরে শহরের ১১, ১২, ১৯ ও ২৭ নম্বর ওয়ার্ডে ৪ টি মাইক্রো কন্টেইনমেন্ট জ়োন ঘোষণা করেছে পুরসভা। পুরসভা সুত্রে খবর, ১১নম্বরে ২জন ও বাকি ৩টি ওয়ার্ডে ৩জন করে আক্রান্ত হয়েছে বলেই এই মাইক্রো কনটেইনমেন্ট জ়োন ঘোষণা।

এদিকে রায়গঞ্জ মেডিকেলের আক্রান্ত স্বাস্থ্য কর্মীদের প্রাথমিক সংস্পর্শে আসা অন্যান্ন স্বাস্থ্যকর্মীদের কোভিড পরীক্ষার নির্দেশ দিয়েছে মেডিক্যাল কলেজ হাসপাতাল কতৃপক্ষ। সব মিলয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে রায়গঞ্জে। কিন্তু এখনও উদাসীন নাগরিক সমাজের একাংশ। আর তাতে সাধারণ মানুষদের সচেতন হতে বার্তা দিয়েছে পুরসভা ও প্রশাসন।

এদিকে, রাজ্যে ৯০০০ পেরোলো সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছেন ২১ জন। মোট আক্রান্ত ২০ হাজার ২১৭। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৭ জন।

তবে জেলায় জারি রয়েছে করোনা সতর্কতা। পনেরো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত সরকারি স্কুল পড়ুয়াদের পাশাপাশি স্কুলছুট এবং বেসরকারি স্কুলের পড়ুয়াদের জন্যও করোনা ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা করল স্বাস্থ্য দফতর।

মেডিক্যাল কলেজ হাসপাতালের টীকাকরণ কেন্দ্রে স্কুলছুট ও বেসরকারী স্কুলের পনেরো থেকে আঠারো বছর পর্যন্ত পড়ুয়াদের টিকাকরণের প্রস্তুতিও চলছে জোর কদমে।

পাশাপাশি যে সমস্ত পড়ুয়া ও তাদের অভিভাবকরা সরকারি স্কুলের টিকা নিতে অনিচ্ছা প্রকাশ করবেন তাঁরাও চাইলে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্যাকসিন নিতে পারবেন।

রবিবার রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের টিকা সেন্টারে দেখা গেল সেখানে জোর কদমে পনেরো থেকে আঠারো বছর বয়সীদের করোনা টীকা দেওয়ার প্রস্তুতি চলছে জোর কদমে।