Itahar: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, রাজস্থানে মুক্ত বাংলার শ্রমিক
Itahar: ইটাহার মারনাই গ্রাম পঞ্চায়েতের বাহারুন বেওয়ার ছেলেও রাজস্থানে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক হয়েছিলেন। ছেলের আটক হওয়ার খবর মিলতেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন বাহারুন বেওয়া। কিন্তু কেবল তিনি নন, তাঁর মতো গ্রামের আরও অনেক মায়ের সন্তান রয়েছে কাজের খোঁজে বাইরে।

উত্তর দিনাজপুর: মঙ্গলবারই পুশব্যাক নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারির পরই রাজস্থানে মুক্ত বাংলার শ্রমিকরা। বাংলাদেশি সন্দেহে রাজস্থানে আটক হন ইটাহারের বিশাহারের বাসিন্দারা। আর গ্রামের ছেলেরা আটক হতেই গ্রাম জুড়ে আতঙ্কের স্রোত। অভিযোগ, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভিন রাজ্যের পুলিশ হয়রানি করছে। এদিকে, আবার তৃণমূলের পঞ্চায়েত প্রধান আঞ্জুরা বিবির দাবি, কাজ নেই, তাই বাইরে কাজের খোঁজেই গিয়েছেন গ্রামের ছেলেরা। অন্যদিকে, আবার বিজেপির দাবি, আটকের নাগরিকত্বের প্রমাণে গরমিল ছিল।
ইটাহার মারনাই গ্রাম পঞ্চায়েতের বাহারুন বেওয়ার ছেলেও রাজস্থানে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক হয়েছিলেন। ছেলের আটক হওয়ার খবর মিলতেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন বাহারুন বেওয়া। কিন্তু কেবল তিনি নন, তাঁর মতো গ্রামের আরও অনেক মায়ের সন্তান রয়েছে কাজের খোঁজে বাইরে।
এক পরিযায়ী শ্রমিক মিনাজ শেখ বলেন, “আমার ভাই রাজস্থানে থাকে। ওকে ধরে নিয়ে গিয়েছিল। বলছে নাকি আমরা বাংলাদেশি। পেটের জন্য কাজ করতে যাই। এখানে কাজে ওরকম টাকা পাওয়া যায় না। আমরা ১২ বছর ওখানেই রয়েছি।”
বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ যে কোনও জায়গায় গিয়ে কাজ করতে পারেন। তাঁরা যদি বৈধ নাগরিকত্বের প্রমাণ দেখাতে পারে, তাহলে কোনও সমস্যা নেই। পুলিশ জিজ্ঞাসাবাদটুকু করতে পারে।” কিন্তু তাঁর দাবি, “বাংলায় এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, সারা ভারতের কাছে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে।”

