উত্তর দিনাজপুর: কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন। প্রজাতন্ত্র দিবসের দিন জলাশয় থেকে উদ্ধার হল যুবকের পচাগলা দেহ। রবিবার এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের খরমুজাঘাট এলাকায়। জানা গেছে মৃতের নাম করণ হাজরা, বাড়ি ওই এলাকাতেই।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। রবিবার এলাকার একটি জলা জায়গায় মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারাই। তাঁরাই প্রথমে থানায় খবর দেয়। পুলিশ এসে খবর দেয় পরিবারে। পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করে।
মৃতের নাম পরিচয় জানা যায়। প্রাথমিকভাবে এই ঘটনাকে খুন বলেই মনে করছে পুলিশ। মনে করা হচ্ছে খুন করে দেহ জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। তবে কী কারণে খুন, তা নিয়েই ধোঁয়াশা। কারণ পরিবারের সদস্যরা এই নিয়ে পুলিশ কোনও ‘ক্লু’ দিতে পারছে না। করণের কোনও শত্রু ছিল না বলে দাবি পরিবারের সদস্যদের। স্থানীয় বাসিন্দারাও জানাচ্ছেন, এলাকায় ভাল ছেলে বলেই পরিচিত করণ। এই ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।