Bus Accident: বাসে-বাসে ঝগড়া, থামল দুই যাত্রীর প্রাণের বিনিময়ে, সঙ্কটজনক আরও ৮

Bus Accident: ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ বছরের এক কিশোরী-সহ এক যুবকের। কমপক্ষে আট জন এই ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন বলেও জানা যাচ্ছে। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে ভর্তি করেন।

Bus Accident: বাসে-বাসে ঝগড়া, থামল দুই যাত্রীর প্রাণের বিনিময়ে, সঙ্কটজনক আরও ৮
শোকের ছায়া এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2024 | 11:02 PM

ইসলামপুর: দুই বাস চালকের মধ্যে বচসা। প্রাণ গেল দুই যাত্রীর। মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তর দিনাজপুরের ইসলামপুরে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দু’টি বেসরকারি বাসের মধ্যে রেষারেষি হচ্ছিল। তা নিয়ে ঝামেলাও বেধে যায় চালকদের মধ্যে। বচসার মধ্যে একটি বাসের স্টিয়ারিং হাত দিয়ে ঘুরে দেয় অন্য বাসের চালক। আর তারই খেসারত দিতে হয়েছে যাত্রীদের। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পরপর কয়েকটি টোটোকে পিষে দিয়ে যাত্রীদের বিশ্রামাগারে ঢুকে যায়। রক্তে লাল হয়ে যায় ইসলামপুর বাস টার্মিনাস। 

ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ বছরের এক কিশোরী-সহ এক যুবকের। কমপক্ষে আট জন এই ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছেন বলেও জানা যাচ্ছে। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল, পুলিশও। তাঁরাও উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। 

এই খবরটিও পড়ুন

প্রত্যক্ষদর্শী কানাইয়ালাল আগরওয়াল বলেন, “দু’টো বাসের মধ্যে রেষারেষি হচ্ছিল। রাস্তাতেই একে অপরের সঙ্গে ঝামেলা শুরু করে দেয়। একটা বাস তো পিছনে ছিল। সে এগিয়ে এসে আগের বাসের ড্রাইভারের সামনে চলে আসে। ওই বাসের চালক সঙ্গে সঙ্গে এই বাসের চালককে চেপে ধরেন। স্টিয়ারিং ঘুরিয়ে দেন। তাতেই আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি অন্য বাসের চালক। মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা।”