চিতা বাঘের গোঁফ উপড়ে নিল গ্রামবাসীরা
নিজস্ব চিত্র

চিতা বাঘের গোঁফ উপড়ে নিল গ্রামবাসীরা

sreejayee das |

Mar 04, 2021 | 5:52 PM

খুনিয়া রেঞ্জের বনকর্মীরা বাঘটিকে উদ্ধার করে ।

ডুয়ার্সের নাগরাকাটায় চিতাবাঘের দেহ উদ্ধার। মৃত বাঘের গোঁফ , হাতের নখ উপড়ে ফেলে স্থানীয়রা। যা নিয়ে শুরু বিতর্ক। কুসংস্কার বশতই স্থানীয়দের এই কাজ বলে দাবি অন্যান্যদের। কিভাবে চিতাবাঘের মৃত্যু হয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। খুনিয়া রেঞ্জের বনকর্মীরা বাঘটিকে উদ্ধার করে ।

Published on: Mar 04, 2021 05:50 PM