West Bengal Covid 19 Update: সংক্রমণ নিম্নমুখী, গত ২৪ ঘণ্টায় ১১ জেলায় মৃত্যু হয়নি, দেখে নিন জেলাওয়াড়ি কোভিড চিত্র

West Bengal Covid 19 Update: রবিবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের।

West Bengal Covid 19 Update: সংক্রমণ নিম্নমুখী, গত ২৪ ঘণ্টায় ১১ জেলায় মৃত্যু হয়নি, দেখে নিন জেলাওয়াড়ি কোভিড চিত্র
অলঙ্করণ: অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 9:09 PM

কলকাতা: সামান্য বাড়ার পর স্বস্তি দিয়ে ফের কমতে শুরু করেছে রাজ্যের করোনা সংক্রমণ। দৈনিক করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাতেও ব্যাপক পতন লক্ষ্য করা যাচ্ছে। রবিবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৩২। অন্যদিকে, রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২১ হাজার ৮৮৪ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৩৬ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৫ হাজার ১২ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার কমে হয়েছে ৩.৩৪ শতাংশ।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৮ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-২।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-৫।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৭। মৃত্যু: শনিবার-১, রবিবার-৫।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শনিবার-০ রবিবার-০।

ALL-RESULT-1

অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস

নদিয়া– গতকাল আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৯ জন। মৃত্যু: শনিবার-৩, রবিবার-৩।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ৮৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-১।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩১ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-৩।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭৩ জন। মৃত্যু: শনিবার-৯, রবিবার-৬।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। মৃত্যু: শনিবার-৬, রবিবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৮ জন। মৃত্যু: শনিবার-৮, রবিবার-৬।