Virtual Reality Crime: গেম খেলার সময় ভার্চুয়াল দুনিয়ায় ‘গণধর্ষিতা’ কিশোরী
যদিও ভার্চুয়াল দুনিয়ায় এই গণধর্ষণের জেরে ওই কিশোরী শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। শরীরে কোনও আঘাতপ্রাপ্ত হয়নি সে। কিন্তু মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। ভার্চুয়াল দুনিয়ায় ‘বাস্তবের গণধর্ষণের’ মতোই ইমোশনাল এবং সাইকোলজিক্যাল ট্রমার শিকার হয়েছে ওই কিশোরী।

লন্ডন: ভার্চুয়াল রিয়েলিটি গেমে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। ‘মেটাভার্সে’ ১৬ বছরের ওই কিশোরীর উপর ‘যৌন হামলা’ চালানো হয়েছে বলে অভিযোগ। ওই কিশোরীর ডিজিটাল অবতারকে অনলাইন অপরিচিতরা গণধর্ষণ করেছেন বলে অভিযোগ। ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। এবং ব্রিটেনের পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বলে উল্লেখিত হয়েছে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। সেই রিপোর্টে বলা হয়েছে, ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরে যখন গেম খেলছিলেন তখনই তার উপর এক দল যুবক এই হামলা চালায়।
যদিও ভার্চুয়াল দুনিয়ায় এই গণধর্ষণের জেরে ওই কিশোরী শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। শরীরে কোনও আঘাতপ্রাপ্ত হয়নি সে। কিন্তু মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। ভার্চুয়াল দুনিয়ায় ‘বাস্তবের গণধর্ষণের’ মতোই ইমোশনাল এবং সাইকোলজিক্যাল ট্রমার শিকার ওই কিশোরী হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ভার্চুয়াল দুনিয়ায় যৌন অপরাধের ঘটনার এটিরই প্রথম তদন্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনার তদন্তের সঙ্গে জড়িত ব্রিটেনের এক সিনিয়র পুলিশ অফিসার বলেছেন, “শারীরিকভাবে নিপীড়িত হলে নির্যাতিতার যেমন মানসিক অবস্থা হয়, এ ক্ষেত্রেও সেই একই রকম অভিজ্ঞতা হয়েছে। মানসিকভাবে ওই কিশোরীর উপর ভয়ঙ্কর প্রভাব পড়েছে।” এই ঘটনার তদন্ত করতে গিয়েও প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। যদিও কোনও গেম খেলতে গিয়ে ওই কিশোরী ভার্চুয়াল গণধর্ষণের শিকার হয়েছে, তা অবশ্য জানা যায়নি।
এই ঘটনা নিয়ে মেটার তরফে জানানো হয়েছে, “আমাদের প্ল্যাটফর্মে এই ধরনের আচরণের কোনও স্থান নেই। সকল ব্যবহারকারীর জন্যই স্বয়ংক্রিয় নিরাপত্তা, যা পার্সোনাল বাউন্ডারি রয়েছে। যা কোনও অপরিচিত ব্যক্তির থেকে আপনাকে কয়েক ফুট দূরে রাখবে।”





