China Chip Implant: ১৫ বছরের মদের নেশা ৫ মিনিটেই ‘হাওয়া’, সুরা আসক্তি থেকে কীভাবে মুক্তি পেলেন যুবক
Alcoholism Treatment: যে ব্যক্তির মাথায় এই চিপ ইমপ্ল্যান্ট বসানো হয়েছে, তিনি বিগত ১৫ বছর ধরে মদে আসক্ত ছিলেন। দৈনিক তাঁর প্রায় এক লিটার মদ্য়পান করতেন তিনি। নেশার পরেই তিনি অত্য়ন্ত হিংস্র হয়ে উঠতেন।

বেজিং: মানসিক চাপ থেকে স্বস্তি পেতে বা মনোরঞ্জনের জন্য অনেকেই মদ্যপান করেন। কিন্তু নিয়মিত মদ্যপান কখন যে নেশায় পরিণত হয়ে যায়, তা অনেকেই বুঝতে পারেন না। মদের নেশা ছাড়ানোর জন্য আয়ুর্বেদিক থেকে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি- নানা ধরনের চিকিৎসার দ্বারস্থ হন অনেকে। রিহ্যাবের মাধ্যমে অনেকে নেশা থেকে মুক্তি পান ঠিকই, কিন্তু তার জন্য দীর্ঘ সময় ও কঠোর মনোবলের প্রয়োজন হয়। তবে আর চিন্তার কারণ নেই। যদি বলা হয় দীর্ঘ কয়েক বছরের মদের নেশা ছাড়ানো যাবে ৫ মিনিটেই, তবে কি মানবেন? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে। চিনে এক ব্যক্তির মাথায় অস্ত্রোপচার করে বসানো হল মাইক্রো চিপ। এই চিপই তাঁকে সাহায্য করবে মদের নেশা ছাড়াতে। ৩৬ বছরের এই ব্য়ক্তির চিনের প্রথম মানুষ, যিনি নেশামুক্তির জন্য এই ধরনের চিকিৎসা গ্রহণ করলেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, লিউ পদবীর ওই ব্যক্তি গত ১২ এপ্রিল মধ্য চিনের হুনান ব্রেইন হাসপাতালে ছোট্ট অস্ত্রোপচারের মাধ্যমে ওই চিপ বসান। জানা গিয়েছে, গোটা অস্ত্রোপচারটি করতে সময় লেগেছিল মাত্র ৫ মিনিট। রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক নারকোটিক্স কন্ট্রোল বোর্ডের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হাও উই-র নেতৃত্বেই এই ক্লিনিক্যাল ট্রায়াল হয়। এই ট্রায়ালে সাফল্য পেলেই চিকিৎসা পদ্ধতি হিসাবে গ্রহণ করা হবে চিপ ইমপ্ল্যান্ট ব্যবস্থা।
চিকিৎসক হাও জানান, মস্তিষ্কে বসানো এই চিপ পাঁচ মাস অবধি মদের চাহিদার সঙ্গে লড়তে সাহায্য করবে। তিনি জানান, ইমপ্ল্যান্টের পর মস্তিষ্ক থেকে নালট্রেক্সন নামক একটি কেমিক্যাল বের হবে, যা মস্তিষ্কের রিসেপ্টরগুলিকে নিশানা করবে। শরীরে ওই কেমিক্যাল মিশে গেলে তা মদ্যপানের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করবে। উল্লেখ্য, নেশামুক্তির চিকিৎসাতে ব্যবহার হয় নালট্রেক্সন। এটি নেশায় আসক্ত ব্যক্তিদের ফের নতুন করে নেশা শুরু করা থেকে বাধা দেয়।
ওই ব্য়ক্তি আরও জানিয়েছেন, যদি কয়েক ঘণ্টার জন্যও মদ্যপান না করতে পারতেন, তবে তিনি অত্যন্ত বিচলিত বোধ করতেন। বিগত পাঁচ বছরে তাঁর নেশা আরও বেড়ে যায়। অত্যাধিক মদ্যপানের কারণে তাঁর স্বাস্থ্যের যেমন নানা সমস্যা দেখা দেয়, তেমনই মা-বাবা ও প্রেমিকার সঙ্গেও তাঁর সম্পর্ক খারাপ হয়ে যায়।
সম্প্রতিই তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে, সেখানেই ইমপ্ল্যান্টেড চিপ টেকনোলজির ক্লিনিক্যাল ট্রায়ালের কথা জানতে পারেন এবং নেশা থেকে মুক্তি পেতে সঙ্গে সঙ্গে সেই ট্রায়ালে রাজি হয়ে যান।
