AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amazon Jungle: বিমান দুর্ঘটনার দু-সপ্তাহ পর অ্যামাজনের জঙ্গল থেকে উদ্ধার একরত্তি সহ ৪ শিশু

Plane Crash: গত ১ মে কলম্বিয়ার অ্যামাজনের গভীর জঙ্গলে ভেঙে পড়ে অ্যাভিয়ানলাইন এয়ারলাইন্সের একটি চার্টার্ড বিমান। সেই দুর্ঘটনায় বিমানচালক সহ ৩ জনের দেহ উদ্ধার হয়।

Amazon Jungle: বিমান দুর্ঘটনার দু-সপ্তাহ পর অ্যামাজনের জঙ্গল থেকে উদ্ধার একরত্তি সহ ৪ শিশু
অ্যামাজনের জঙ্গল। প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: May 18, 2023 | 7:29 PM
Share

বোগোটা: রাখে হরি মারে কে! দু-সপ্তাহেরও আগে একটি বিমান দুর্ঘটনা (Plane crash) ঘটেছিল। সেই বিমানের ৪ শিশু যাত্রী জীবিত উদ্ধার হয়েছে কলম্বিয়ায় অ্যামাজনের গভীর জঙ্গল (Amazon Jungle) থেকে। ৪ জনের মধ্যে ১১ মাসের একটি শিশুও রয়েছে। বিস্ময়কর এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুয়ালতাভো পেট্রো। বিস্ময়কর এই কাণ্ডকে তিনি সমগ্র দেশের আনন্দ বলে উল্লেখ করেছেন। দুর্ঘটনাগ্রস্ত বিমানের যাত্রীদের উদ্ধার করতে সেনাবাহিনী কঠোর পরিশ্রম চালিয়েই চার শিশুর হদিশ পেয়েছে বলে জানিয়েছেন পেট্রো (Columbia President)।

প্রসঙ্গত, গত ১ মে কলম্বিয়ার অ্যামাজনের গভীর জঙ্গলে ভেঙে পড়ে অ্যাভিয়ানলাইন এয়ারলাইন্সের একটি চার্টার্ড বিমান। সেই দুর্ঘটনায় বিমানচালক সহ ৩ জনের দেহ উদ্ধার হয়। যার মধ্যে শিশুদের মা ছিলেন। তবে চারটি শিশুর খোঁজ মিলছিল না। চার শিশুর বয়স ছিল, ১১ মাস, ৪ বছর, ৯ বছর ও ১৩ বছর। ওই শিশুরা জঙ্গলের মধ্য়েই কোথাও রয়েছে বলে সেনাবাহিনীর বিশ্বাস ছিল।

তারপর চার শিশুর খোঁজ পেতে ১০০ সেনাকর্মী এবং গোয়েন্দা কুকুর নামায় কলম্বিয়া সরকার। কিন্তু, দীর্ঘ তল্লাশির পরেও শিশুগুলির খোঁজ মেলেনি বলে অবশেষে কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়। কিন্তু, দু-সপ্তাহেরও বেশি সময় পর ১১ মাসের একরত্তি সহ ৪ শিশুর খোঁজ মিলেছে বলে প্রেসিডেন্ট গুস্তাভো জানিয়েছেন।

যদিও চার শিশুর বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি প্রেসিডেন্ট গুস্তাভো। তবে তারা কলম্বিয়ারই বাসিন্দা হুইতোতো সম্প্রদায়ের বলে জানিয়েছেন তিনি। তবে দু-সপ্তাহেরও বেশি সময় ধরে জঙ্গলের মধ্যে শিশুগুলি কিভাবে জীবিত রইল, খাবার-জল কিভাবে পেয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিমান সংস্থার তরফে ৪ শিশু উদ্ধারের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, চলতি সপ্তাহের গোড়াতেই দুর্ঘটনাগ্রস্ত চাটার্ড বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়। এক মহিলার দেহও উদ্ধার হয়। সেখান থেকেই ওই চার শিশু উদ্ধার হয়েছে বলে মনে করা হচ্ছে।